মুম্বই, ১৭ মে: মহারাষ্ট্রে (Maharashtra) ৩০,০০০ পেরোল করোনা আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত দেশে সবথেকে বেশি করোনার প্রকোপ পড়েছে এই রাজ্যেই। গত ২৪ ঘণ্টায় মোট ১৬০৬ টি নতুন সংক্রমণ হয়েছে এবং ৬৭ জন নতুন করে মারা যান । পাশাপাশি প্রায় ৫২২ জন রোগী সুস্থ হয়ে বাড়িতে চলে যান । মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতরের এক বিবৃতি অনুযায়ী, "১৬০৬ টি নতুন কোভিড-১৯ এবং ৬৭ জন মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজ্যে মোট মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০,৭০৬। যার মধ্যে ২২,৪৭৯ জনের শরীরে করোনা সংক্রমণ সক্রিয় রয়েছে। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৫।"
সুস্থতার হার প্রায় ২৪ শতাংশ। তবে জাতীয় হার ৩৪ শতাংশ। অর্থাৎ দেশের তুলনায় মহারাষ্ট্রে সুস্থতার হার কম। এখনও পর্যন্ত মহারাষ্ট্রের কোভিড -১৯ হাসপাতাল থেকে মোট ৭০৮৮ জন রোগী সুস্থ হয়েছেন, যাদের ছেড়ে দেওয়া হয়েছে। বাণিজ্য নগরী মুম্বইয়ে (Mumbai) মোট আক্রান্তের সংখ্যা ১৮,৫০০। অর্থাৎ শুধু মুম্বইয়েই আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত তথ্য, রাজ্যের রাজধানীতে ৮৮৪ টি নতুন কেস এবং ৪১ জন গতকাল পর্যন্ত মারা গেছেন। রাজ্য সরকার মাসের শেষের দিকে সংখ্যা হ্রাসের পূর্বাভাস দেওয়ার পরেও শহরের করোনভাইরাস সংখ্যায় তাত্পর্যপূর্ণ বৃদ্ধি অব্যাহত থাকবে বলে জানায়। আরও পড়ুন, চাকরি ছাড়লেন ভিন রাজ্যের আরও ১৬৯ জন নার্স, সঙ্কটে বেসরকারি হাসপাতালগুলি
Maharashtra COVID-19 cases rise by 1,606 with 67 deaths, taking case count to 30,706 and fatalities to 1,135: state Health department
— Press Trust of India (@PTI_News) May 16, 2020
মুম্বইয়ের ধারাবিতে একের পর এক করোনা সংক্রমণ ঘটেই চলেছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামকে নতুন কোয়ারান্টিন সেন্টার হিসেবেও গড়ে তোলা হয়েছে। দেশব্যাপী ভারতে করোনাভাইরসের সংখ্যা চিনের সংক্রমণের সংখ্যাকেও অতিক্রম করেছে। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত খবর অনুযায়ী, দেশজুড়ে এই সংখ্যা ৮৫,৯৪০-এ পৌঁছেছে। মৃত্যুর সংখ্যা ২৭৫২। এখন পর্যন্ত মোট ৩০,১৫৩ জন রোগী সুস্থ হয়েছেন।