পেঁয়াজ (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ৩ জুন: অত্যাবশ্যকীয় পণ্য আইনে সংশোধনীতে (Essential Commodities Act) অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet)। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেই বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar) বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে কৃষি ক্ষেত্রে সরকার তিনটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে। জাভড়েকর বলেছিলেন, "প্রথমত, আমরা অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন করছি। দানাশস্য, তেলবীজ, ভোজ্যতেল, ডাল, আলু, পেঁয়াজের মতো প্রয়োজনীয় জিনিসপত্র অত্যাবশ্যকীয় পণ্য আইন থেকে বাদ দেওয়া হয়েছে।"

জাভড়েকর বলেন, “কৃষকরা এখন এই পণ্যগুলি তাদের ইচ্ছামতো রফতানি বা সঞ্চয় করতে পারবেন। কৃষকদের এই দাবি প্রায় ৫০ বছর ধরে ঝুলে ছিল। দুর্নীতি, যুদ্ধ বা মুদ্রাস্ফীতির মতো পরিস্থিতি না আসা পর্যন্ত এই বিধিনিষেধগুলি আর কার্যকর হবে না। এর ফলস্বরূপ কৃষকরা ভালো লাভ পাবেন।" আরও পড়ুন: Cyclone Nisarga: মহারাষ্ট্র উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় নিসর্গ, গতিবেগ ঘণ্টায় ১১০ কিমি

মন্ত্রীর ব্যাখ্যা, "কৃষকরা কৃষি উৎপাদক বাজার কমিটির খপ্পর থেকে মুক্ত হবেন। কৃষকরা এখন যে কোনও জায়গায় এবং সর্বাধিক মূল্য দেওয়া কারোর কাছে পণ্য বিক্রি করতে পারবেন। এই ধরনের পদক্ষেপগুলি ভারতের 'এক জাতি এক বাজার'-র দিকে এগিয়ে যাওয়ার ভিশনের সাথে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে।"