Chinese Landgrab On Bhutanese Territory (Photo: Twitter)

নতুন দিল্লি, ১৮ নভেম্বর: গত এক বছরে ভুটানের (Bhutan) জমি দখল করে চারটি গ্রাম (Village) বানিয়ে ফেলেছে চিন (China)। সম্প্রতিই একটি উপগ্রহ চিত্রে (Satellite Images) চিনের বানানো গ্রামগুলির ছবি ধরা পড়েছে। প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একাধিক নতুন গ্রাম বানাচ্ছে চিন। গ্রামগুলি ২০২০ সালের মে থেকে ২০২১ সালের নভেম্বরের মধ্যে তৈরি করা হয়েছে। বিতর্কিত এলাকাটি ডোকলাম মালভূমির কাছে অবস্থিত, যেখানে ২০১৭ সালে ভারত ও চিন সেনারা দীর্ঘদিন মুখোমুখি অবস্থানে ছিল। এই অঞ্চলে রাস্তা নির্মাণ করছিল ভারতীয় সেনারা। যাতে বাধা দেয় চিনা সেনারা। চিন দাবি করে, ওই এলাকা তাদের। এই নিয়ে সংঘর্ষও হয় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। দীর্ঘদিন এই বিষয়কে কেন্দ্র করে টানাপোড়েন চলে।

ভুটানের জমিতে চিনের গ্রাম তৈরি ভারতের পক্ষেও উদ্বেগজনক, কারণ প্রতিবেশী দেশ ভুটানকে বরাবরই বিদেশনীতিতে সাহায্য করে এসেছে ভারত। ভুটানের সেনাবাহিনীকে প্রশিক্ষণেও ভারতীয় সেনা সাহায্য করে। এদিকে, সীমান্ত এলাকা পুনর্বিবেচনা করার জন্য দীর্ঘ কয়েক বছর ধরেই ভুটানের উপরে ক্রমাগত চাপ দিয়ে চলেছে চিন। এই বিষয়কে কেন্দ্র করে দুই দেশের মধ্যে চুক্তির কথা হলেও তা শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। ভুটানের জমিতে এই নতুন গ্রামগুলি সেই চুক্তির অংশ কি না, তা এখনও পরিষ্কার নয়। আরও পড়ুন: Afghanistan: বিয়ের নাম করে ১৩০ জন মহিলাকে বিক্রির চেষ্টা, পাচারকারীকে পাকড়াও করল তালিবান পুলিশ

গত বছরও বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয় যে চিন ডোকলাম মালভূমির কাছাকাছি একটি গ্রাম নির্মাণ করছে। চিনের রাষ্ট্রীয় মিডিয়ার সঙ্গে জড়িত এক সিনিয়র সাংবাদিক সেই গ্রামের ছবি পোস্ট করেন। তাতে দেখা গিয়েছিল যে গ্রামটি ভুটানের ভূখণ্ডের মধ্যে ২ কিমি ভেতরে ও ডোকলামের খুব কাছে।