কাবুল, ১৮ নভেম্বর: বিয়ে দেওয়ার নাম করে ১৩০ জন মহিলাকে বিক্রি করার চেষ্টার অপরাধে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। আফগানিস্তানের (Afghanistan) জওজিয়ান প্রদেশ থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। জানা যাচ্ছে, বিয়ে দেওয়ার নাম করে গরীব পরিবার থেকে একের পর এক মহিলাকে নিজের কাছে নিয়ে আসতেন ওই ব্যক্তি। এরপর তাঁদের এক জায়গায় জড়ো করে বিক্রির চেষ্টা করেন তিনি। প্রায় ১৩০ জন মহিলাকে বিক্রির চেষ্টার অপরাধেই তালিবান পুলিশের তরফে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে।
তালিবান (Taliban) পুলিশের তরফে জানানো হয়, গরীব পরিবার থেকেই ওই মহিলাদের (Women) নিয়ে কাছে নিয়ে আসতেন ধৃত ব্যক্তি। এরপর কোনও ধনী ব্যক্তি দেখে তাঁদের বিয়ে দেবেন বলে পরিবারকে কথা দিতেন। কিন্তু নিজের কথা না রেখে শেষ পর্যন্ত ওই মহিলাদের বিক্রি করে দেওয়ার চেষ্টা করতেন তিনি। দীর্ঘদিন ধরে চলছিল তাঁর এই কারবার। শেষে পুলিশ খবর পাওয়ার পর গ্রেফতার করা হয় তাঁকে।
আরও পড়ুন: Aaradhya Bachchan: মালদ্বীপে অ্যাশ-অভির বিলাসবহুল রিসর্ট, আরাধ্যার জন্মদিনে দেখালেন ছবি
গ্রেফতারির পর ওই ব্যক্তির তরফে নিজের সাফাইয়ে কোনও মন্তব্য করেননি। তবে আফগানিস্তানে যেভাবে মহিলা ও শিশুদের পাচারের ঘটনা বাড়ছে, তা থামাতে এখন কী পদক্ষেপ করা হয় তালিবান সরকারের তরফে, সেদিকে তাকিয়ে নীরিহ আফগানিরা। প্রসঙ্গত তালিবান ক্ষমতা দখলের আগে থেকেই আফগানিস্তানকে পাচারের অন্যতম ভরকেন্দ্র হিসেবে চিহ্নিত করে প্রায় গোটা বিশ্ব।
তালিবানের তরফে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর পাচার থেকে শুরু করে জঙ্গি হামলা কীভাবে ঠেকানো যায়, তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।