প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর থেকেই উত্তাল বাংলাদেশ। বর্তমানে অন্তবর্তী সরকার গঠনের পর থেকে ধীরে ধীরে শান্তিশৃঙ্খলা ফিরছে পদ্মাপারের দেশ। তবুও দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচারের খবর মাঝেমধ্যেই উঠছে। এমনকী যেসব ভারতীয়রা কর্মসূত্রে বা অন্যকোনও কাজে গিয়ে বাংলাদেশে আটকে পড়েছেন, তাঁদের সুরক্ষা নিশ্চিতের জন্য উচ্চ পর্যায়ের কমিটি গঠন করল নয়াদিল্লি। এই কমিটি ইন্দো-বাংলাদেশ বর্ডারের (Indo-Bangladesh Border) পরিস্থিতির ওপর নজর রাখবে বলে নির্দেশ দিল মোদী সরকার। বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির আঁঁচ যাতে কোনওভাবেই এদেশে না পড়ে সেই বিষয়টি নিশ্চিত করার জন্যই এমন পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার।
গত বৃহস্পতিবারেই ভারতীয় বিদেশমন্ত্রক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছিল। সেখানে বিদেশমন্ত্রকের মুখপাত্র স্পষ্ট জানিয়েছিলেন, বাংলাদেশে আটকে থাকা ভারতীয়দের সুরক্ষা সুনিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। এমনকী একটি বিশেষ কমিটি তৈরি করারও ইঙ্গিত দিয়েছিলেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। জানা যাচ্ছে এই কমিটি প্রধান হবে বিএসএফের এডিজি ইস্টার্ন কমান্ডোর। অন্যদিকে আইজি থাকবেন বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতর দক্ষিণবঙ্গ। থাকবেন বিএসএফ ফ্রন্টিয়ার সদর দফতর ত্রিপুরার আইজি, ল্যান্ড পোর্টস অথোরিটি অফ ইন্ডিয়ার একজন সচিব ও একজন সদস্য থাকবেন।