নয়া দিল্লি, অগাস্টঃ সরকার বিরোধী উত্তাল গণআন্দোলনের জেরে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে বাংলাদেশ (Bangladesh) ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। রবিবার দুপুরেই বোন রেহানাকে নিয়ে বাংলাদেশের বায়ুসেনার C-130 With AJAX1431 কপ্টারটিতে চেপে এক কাপড়ে দেশে ছাড়েন তিনি। ত্রিপুরার রাজধানী আগরতলা হয়ে গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতারন করে হাসিনার বিমান। জানান যাচ্ছে, নিরাপদ আশ্রয় না পাওয়া পর্যন্ত ভারতেই থাকবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এদিকে মঙ্গলবার সকালেই হিন্দন বিমান ঘাঁটি থেকে রওনা দিয়েছে হাসিনাকে ভারতে নিয়ে আসা বাংলাদেশের বায়ুসেনার বিমান C-130। সকাল ৯টার দিকে ভারত ছাড়ে সি-১৩০। বাংলাদেশি বায়ুসেনার বিমানের উপর সর্বক্ষণ কড়া নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো।
সোমবারই ভারত থেকে লন্ডনের (London) উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল হাসিনার (Sheikh Hasina)। কিন্তু উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি বিবেচনা করে এই মুহূর্তে হাসিনাকে রাজনৈতিক ভাবে সাহায্য করতে চাইছে না ব্রিটেন। তাই ব্রিটেন মুখ ফেরালেও আপাতত 'বন্ধু' হাসিনাকে ভারত ছাড়া করতে পারছে না নয়া দিল্লি (New Delhi)। এদিকে সোমবার সন্ধ্যাতেই হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। এদিন সন্ধ্যায় মোদীর মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি একটি বৈঠক করে। তবে হাসিনাকে নিয়ে ভারতের অবস্থান কী সেই বিষয়ে এখনও মুখ খোলেনি নয়া দিল্লি।
ভারত ছাড়ল C-130...
The C-130J transport of the Bangladesh Air Force took off from the Hindon air base in the morning today around 9 AM and is moving towards its next destination. Indian security agencies are monitoring it closely: Sources
— ANI (@ANI) August 6, 2024
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যে মঙ্গলবার সর্বদলীয় বৈঠক ডাকে কেন্দ্রীয় সরকার। এদিন সকাল ১০টা থেকে সর্বদলীয় বৈঠক শুরু হওয়ার কথা। যেখানে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar) গোটা পরিস্থিতির বিবরণ দেবেন। কেন্দ্রীয় সরকারের ডাকা সর্বদলীয় বৈঠকে আজ হাজির হওয়ার কথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীদের (Rahul Gandhi)।