Photo Credits: ANI

নয়াদিল্লি: আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে জি ২০ (G20 Summit)-এর শীর্ষ পর্যায়ের বৈঠক। দেশে আসতে চলছেন বিশ্বের নিয়ন্ত্রণকারী দেশগুলির রাষ্টনায়ক বা শীর্ষ স্তরের প্রতিনিধিরা। এই উপলক্ষে একদিকে যেমন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অঞ্চল তেমনি সাজানো হয়েছে অপূর্ব রূপে।

দেখুন ভিডিয়ো:

কোথাও ড্রোন নিয়ে তল্লাশি বা মকড্রিল চলছে তো কোথাও খেলা করছে মায়াবী আলো। জি২০ সম্মেলনের অনুষ্ঠানস্থল প্রগতি ময়দানের ভারত মণ্ডপমের (Bharat Mandapam) সামনে থাকা ১৮ ফুটের নটরাজের মূর্তিটি তাতে যেন আরও সম্মোহন ছড়াচ্ছিল। আরও পড়ুন: PM Modi: দুয়ারে G20! ASEAN-India ও East Asia সামিটের জন্য জাকার্তা গেলেন মোদি

দেখুন ভিডিয়ো:

বিভিন্ন জায়গায় ড্রোন ও সেনা আধিকারিকদের নেতৃত্বে চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি চলছে অন্তর্ঘাতের থেকে রক্ষা পাওয়ার জন্য মকড্রিলও।

দেখুন ভিডিয়ো: