নয়াদিল্লি: আগামী শনিবার থেকে শুরু হতে চলেছে জি ২০ (G20 Summit)-এর শীর্ষ পর্যায়ের বৈঠক। দেশে আসতে চলছেন বিশ্বের নিয়ন্ত্রণকারী দেশগুলির রাষ্টনায়ক বা শীর্ষ স্তরের প্রতিনিধিরা। এই উপলক্ষে একদিকে যেমন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা অঞ্চল তেমনি সাজানো হয়েছে অপূর্ব রূপে।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: Bharat Mandapam at Pragati Maidan is all set to host the delegates coming for the G20 Summit that will be held on September 9-10.
Latest visuals from the venue. pic.twitter.com/sig4abwZJW
— ANI (@ANI) September 6, 2023
কোথাও ড্রোন নিয়ে তল্লাশি বা মকড্রিল চলছে তো কোথাও খেলা করছে মায়াবী আলো। জি২০ সম্মেলনের অনুষ্ঠানস্থল প্রগতি ময়দানের ভারত মণ্ডপমের (Bharat Mandapam) সামনে থাকা ১৮ ফুটের নটরাজের মূর্তিটি তাতে যেন আরও সম্মোহন ছড়াচ্ছিল। আরও পড়ুন: PM Modi: দুয়ারে G20! ASEAN-India ও East Asia সামিটের জন্য জাকার্তা গেলেন মোদি
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: The national capital is all decked up to welcome the delegates for the G20 Summit that will be held here on September 9-10.
(Visuals from Delhi Gate area) pic.twitter.com/BBdk6H7qgc
— ANI (@ANI) September 6, 2023
বিভিন্ন জায়গায় ড্রোন ও সেনা আধিকারিকদের নেতৃত্বে চিরুনি তল্লাশি চালানোর পাশাপাশি চলছে অন্তর্ঘাতের থেকে রক্ষা পাওয়ার জন্য মকড্রিলও।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Delhi: Anti Sabotage check mock drill was conducted ahead of the G20 Summit.
Commanding officer of 202 Counter Explosives Device unit Col SS Bose says, "The major role which has been given to us is the AAS(Area Anti-Sabotage) cover. The AAS cover is basically in three… pic.twitter.com/VhJyVWu802
— ANI (@ANI) September 6, 2023
#WATCH | Delhi: Anti Sabotage check mock drill was conducted ahead of the G20 Summit by the Indian Army. pic.twitter.com/a2DXlnDjSm
— ANI (@ANI) September 6, 2023