নয়াদিল্লি: গুরত্বপূর্ণ জি ২০ বৈঠক (G20 Summit) শুরু হওয়ার প্রহর গোনা হচ্ছে। তার মাঝেই বুধবার সন্ধ্যায় ২০তম আসিয়ান-ইন্ডিয়া (20th ASEAN-India Summit) ও ১৮তম ইস্ট এশিয়া সামিটের (18th East Asia Summit) জন্য ইন্দোনেশিয়ার (Indonesia) জাকার্তার (Jakarta) উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi)।
যাওয়ার আগে লিখিত বার্তা দিয়ে তিনি জানান, আমার প্রথম কাজ আসিয়ান-ইন্ডিয়া সামিটে যোগ দেওয়া। ভবিষ্যতের (future) রূপরেখা তৈরির বিষয়ে আসিয়ান নেতাদের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষায় রয়েছি আমি। যে সম্পর্ক চল্লিশ বছরে প্রবেশ করল। আসিয়ানের সঙ্গে থাকার বিষয়টি ভারতের 'অ্যাক্ট ইস্ট' পলিসির (“Act East” policy)একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। এরপর আমি ১৮তম ইস্ট এশিয়া সামিটে (18th East Asia Summit) যোগ দেব। এই ফোরামটি খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পরিবেশ, স্বাস্থ্য এবং ডিজিটাল রূপান্তর-সহ এই অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করার একটি দরকারি সুযোগ দেয়৷ আমি সম্মিলিতভাবে এই বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য ব্যবহারিক সহযোগিতার ব্যবস্থা সম্পর্কে অন্যান্য ইস্ট এশিয়া নেতাদের সাথে মতামত বিনিময়ের জন্য মুখিয়ে রয়েছি। আরও পড়ুন: G20 Summit: জি ২০ সম্মেলনে বিদেশের প্রতিনিধিদের খাবার দেওয়া হবে সোনা, রুপোর পাত্রে, দেখুন ভিডিয়ো
PM Modi's departure statement ahead of his visit to Jakarta, Indonesia
My first engagement will be the 20th ASEAN-India Summit. I look forward to discussing with ASEAN leaders the future contours of our partnership, which has now entered its fourth decade. Engagement with ASEAN… pic.twitter.com/k9qJu14cpN
— ANI (@ANI) September 6, 2023