এসপি বালা সুব্রমণিয়াম (Photo Credits: Twitter)

হায়দরাবাদ, ২৯ সেপ্টেম্বর: ভারতীয় সংগীতে বিশেষ অবদানের জন্য কিংবদন্তী শিল্পী এসপি বালা সুব্রমণিয়ামকে দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্নে (Bharat Ratna) ভূষিত করা হোক। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে এই অনুরোধ জানালেন ওয়াই এস জগন মোহন রেড্ডি। তিনি চিঠিতে লেখেন, “ভারতীয় সংগীত ও শিল্পের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য তাঁকে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হোক। এভাবেই কিংবদন্তী গায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য আপনাকে অনুরোধ করছি।” তিনি প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়ে বলেন, সংগীত জগতের অনেক রথী মহারথীরাই তাঁদের অবদানের জন্য ভারত রত্ন আগেই পেয়েছেন। এই তালিকায় রয়েছেন, লতা মঙ্গেশকর, ভূপেন হাজারিকা, এমএস সুব্বুলক্ষ্মী, বিসমিল্লা খাঁ, ভীমসেন যোশী প্রমুখ।।

ওয়াই এস রাজশেখর রেড্ডি আরও বলেন, “৫ দশক ধরে ভারতীয় সংগীত ও শিল্পের তাঁর অসামান্য অবদান আমাদের মনে চিরদিন থেকে যাবে। সেকারণেই তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে এই ভারত রত্ন প্রদানই হবে সর্বোচ্চ স্বীকৃতি।” নিজের অনুরোধ ন্যয়সঙ্গত প্রমাণ করতে রেড্ডি বালা সুব্রমণিয়ামের সংগীত জগতে বিশেষ অবদানের বিশদ বর্ণনা দেন। বিভিন্ন ভাষায় ৪০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। নিজের কাজের জন্য বেস্ট মেল প্লেব্যাক গায়ক হিসেবে ৬টি জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তেলুগু সিনেমায় অবদানের জন্য পেয়েছেন ২৫ এপি রাজ্য নন্দি পুরস্কার। একইভাবে কর্ণাটক ও তামিলনাড়ু সরকারও তাঁকে পুরস্কারের ভূষিত করেছে। ২০০১ সালে বালা সুব্রমণিয়াম পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। ভারত সরকার ২০১১-তে তাঁকে পদ্মভূষণ সম্মাননা দেয়। “এই মহান শিল্পীর জন্ম হয়েছে তাই সৌভাগ্যবান আমাদের অন্ধ্রপ্রদেশ। তাঁর এই অসময়ে চলে য়াওয়াটা শুধু অনুরাগী বা পরিবার বর্গের জন্য দুঃখের তাই নয়। একই সঙ্গে বিশ্বের সংগীত জগতেরও বিরাট ক্ষতি।” আরও পড়ুন-Mehbooba Mufti House Arrest: আগামিকাল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মুক্তির আবেদনের শুনানি করবে সুপ্রিম কোর্ট

রবিবার রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির সুপ্রিমো এন চন্দ্রবাবু নায়ডুও রাজ্য সরকারের কাছে প্রয়াত শিল্পীকে সম্মাননা জানানোর কথা বলেন। অন্ধ্রপ্রদেশের দক্ষিণাংশের জেলা নেল্লোরের ভূমিপুত্র এসপি বালা সুব্রমণিয়াম গত শুক্রবার চেন্নাই হায়পাতালে প্রয়াত হন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।