লকডাউনে স্টেশন (Photo Credit: PTI)

মুম্বই, ৫ মে: মহামারী করোনায় মহারাষ্ট্রে (Maharashtra) এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫৮৩। আক্রান্ত ১৪ হাজারেরও বেশি। এই বিপর্যয়ের দিনে আর্থিক সংকট এড়াতে আগামী ২০২১-এর মার্চ পর্যন্ত রাজ্যের সমস্ত অর্থনৈতিক উন্নয়ন স্থগিত রাখল উদ্ধব ঠাকরের সরকার। ২০২০-২১ অর্থবর্ষে যে টাকা রাজ্যের উন্নয়ন খাতে ধরা হয়েছিল তার মধ্যে ৬৭ শতাংশ স্থগিত করা হয়েছে। ১৯৬০-এর পর এই প্রথম বিপুল হারে আর্থিক প্রকল্পের ক্ষেত্রে কাটছাঁট করা হল। ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যানুসারে সরকারের উচ্চপদস্থ কর্তাদের বক্তব্য, “১৯৬০ সালে রাজ্য তৈরি হওয়ার পর এই প্রথম বিপুল হারে আর্থিক প্রকল্পের কাটছাঁট হল। ২০২০-১২ অর্থবর্ষের জন্য চলতি বছরের মার্চেই ৪.৩৪ লক্ষ কোটির আর্থিক বাজেট ঘোষণা করেছিল উদ্ধব ঠাকরের সরকার। তবে করোনার ভয়াবহতার পরে সেই বাজেটেই পড়ল কোপ।”

এই পরিস্থিতিতে অর্থ মন্ত্রকের কাছে ৫০ হাজার কোটির প্যাকেজ চেয়ে পাঠিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অজিত পাওয়ার। তবে কেন্দ্রের তরফে এই মর্মে কোনও জবাব মেলেনি। লকডাউন বলবৎ হওয়ার পরে মাত্র পাঁচটি বিভাগের ক্ষেত্রে অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। এই তালিকায় পড়ছে জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা, খাদ্য ও ওষুধ প্রস্তুতি, খাদ্য ও নাগরিক সরবরাহ, ত্রাণ ও পুনর্বাসন। আরও পড়ুন- India’s COVID-19 Count: ভারতে রেকর্ড সংখ্যার নতুন আক্রান্ত, ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ ৩ হাজার ৯০০; মৃত্যু ১৯৫ জনের

উল্লেখ্য, দেশে দেশের মধ্যে করোনা আক্রান্তের বিচারে মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে মৃত্যু হয়েছে ৩৫ জনের। হু হু করে বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৫৪০ জন। সোমবারে স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছিল আক্রান্তের হার এখন বেশ খানিকটা কম। যদি আমরা সচেতনতার সঙ্গে থাকি তাহলে সংক্রমণ বাড়বে না। কিন্তু আমরা ব্যর্থ হলেই আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়বে। যুগ্ম সচিব লব আগরওয়াল আরও জানান, জ্যামিতিক হারে সংক্রমণ বাড়ছে। ১২ দিনের মাথায় সংক্রামিতর সংখ্যা দ্বিগুণ হচ্ছে। লব আগারওয়াল বলেন, “আমরা ধীরে ধীরে স্বাভাবিকতার দিকে এগোচ্ছি। পথেঘাটে বেরতে হলে তাই মাস্ক অবশ্যই পরতে হবে। কনটেইনমেন্ট জোনের যে প্রতিরোধ মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে তা মানতে হবে।”