নয়াদিল্লি, ২১ মার্চ: লোকসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে বড়সড় অভিযোগ তুলল কংগ্রেস। সমস্ত নেতানেত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে বাধা দেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বৃহস্পতিবার এমনই দাবি করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুধু তিনি নন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge), সোনিয়া গান্ধী (Sonia Gandhi) সহ সমস্ত বড় নেতা, দলীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হওয়ার অভিযোগ তুলল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।
রাহুল গান্ধী বলেন, "নির্বাচন সামনেই, এখন সকলেই প্রচারে ব্যস্ত এরমধ্যে আমাদের সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর্থিক লেনদেন বন্ধ করে দিয়েছে। আমরা কার্ডও ব্যবহার করতে পারছি না। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। সামান্য যাতায়াতের জন্য ট্রেনের টিকিট কাটা যাচ্ছে না। আমাদের সকলের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গিয়েছে। এরকম কোনও সাধারণ মানুষের হলে তাঁরা পরেরদিন আত্মহত্যা করতো, ব্যবসায়ীদের হলে তাঁরা দেউলিয়া হয়ে যেত। এভাবে বিরোধীদের আটকে দেওয়া হচ্ছে"।
&
#WATCH | Congress MP Rahul Gandhi says, "...All our bank accounts have been frozen. We can do no campaign work, we cannot support our workers, we cannot support our candidates...This has been done two months before the election campaign. One notice comes from the 90s, another… pic.twitter.com/nRxm6GL8IF
— ANI (@ANI) March 21, 2024
nbsp;
অন্যদিকে কংগ্রেস সভাপতি বলেন, "সামনে নির্বাচন। সকলেই প্রচারের জন্য বিজ্ঞাপন দিচ্ছে। আমরা কোনওধরনের বিজ্ঞাপন দিতে পারছি না। এভাবে নিরপেক্ষ নির্বাচন কীভাবে সম্ভব। এভাবে বিরোধীদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করা অনৈতিক কাজ। ক্ষমতাসীন দলের নোংরা রাজনীতি করছে"।
অন্যদিকে সোনিয়া গান্ধীর দাবি, "আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে আর্থিকভাবে পঙ্গু করার চেষ্টা করছে। অন্যদিকে বিজেপি অনৈতিকভাবে নির্বাচনী বন্ড ব্যবহার করছে দলের প্রচারের জন্য। এরকম নিন্দাজনক ঘটনা দেশে আগে হয়নি। সাধারণ মানুষের টাকা নিজেদের স্বার্থে ব্যবহার করছে"।