প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রবিবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ৯২৮টি লাইন রিপ্লেসমেন্ট ইউনিট (LRUs), সাব-সিস্টেম, স্পেয়ার্স এবং কম্পোনেন্টের চতুর্থ পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্ট (পিআইএল) অনুমোদন করেছেন। এই অনুমোদনের মধ্যে রয়েছে উচ্চমানের উপকরণ ও যন্ত্রাংশ, যার আমদানি বিকল্প মূল্য ৭১৫ কোটি টাকা। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে 'আত্মনির্ভরতা'কে তুলে ধরতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রের রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির (DPSUs) আমদানি কমানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু ভারতীয় শিল্প সংস্থা থেকে এগুলো কেনা হবে বলে জানান ওই কর্মকর্তা। রবিবার, মন্ত্রণালয় জানায়, চতুর্থ তালিকাটি সাব-সিস্টেম নিয়ে আগের তিনটি PILs-এর ধারাবাহিকতায় সমাবেশ। এই তালিকাগুলিতে ২,৫০০টি পণ্য রয়েছে যা ইতিমধ্যেই দেশীয় এবং ১,২৩৮টি পণ্য রয়েছে যা নির্ধারিত সময়সীমার মধ্যে দেশীয় হবে।
To promote ‘Aatmanirbharta’ in defence & minimise imports by Defence Public Sector Undertakings (DPSUs), Defence Minister Rajnath Singh has approved 4th Positive Indigenisation List (PIL) of 928 strategically-important Line Replacement Units (LRUs)/Sub-systems/Spares &… pic.twitter.com/3Lo2BLmTo9
— ANI (@ANI) May 14, 2023
DPSUs মডেলের এই সামগ্রীগুলি 'মেক' ক্যাটাগরির আওতায় বিভিন্ন রুটে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হবে, এর মাধ্যমে অর্থনীতির বিকাশে গতি সঞ্চার করা যায়, প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো এবং আমদানি নির্ভরতা কমিয়ে আনা হয়েছে। এছাড়াও, দেশীয় প্রতিরক্ষা শিল্পের নকশার ক্ষমতা বৃদ্ধিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলিকে যুক্ত করা হবে। DPSUs শীঘ্রই এই সমস্ত পণ্য সংগ্রহের কাজ শুরু করবে। শিল্প সংস্থাগুলি বিশেষ করে এই উদ্দেশ্যে পরিকল্পিত সৃজন পোর্টাল ড্যাশবোর্ডে আগ্রহের প্রকাশ (EoIs) বা প্রস্তাবের জন্য অনুরোধ (RFPs) চেয়ে নিতে পারে এবং বড় সংখ্যায় অংশগ্রহণের জন্য এগিয়ে আসতে পারে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সৃজন পোর্টালে (srijandefence.gov.in) পণ্যের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।