Daaku Maharaaj OTT Release Date: প্রেক্ষাগৃহের পর এবার ওটিটি মঞ্চে মুক্তি পেতে চলেছে ডাকু মহারাজ (Daaku Maharaaj)। নন্দমুরি বালকৃষ্ণ, ঊর্বশী রাউতেলা এবং ববি দেওল অভিনীত তেলেগু ছবি ডাকু মহারাজের ওটিটি মুক্তির দিকেই চেয়ে দর্শক মহল। ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল তেলুগু ছবিটি। তেলুগু ভাষা ছাড়াও তামিল, মালায়লম, কন্নড়, হিন্দি ভাষাতেও মুক্তি পায় ডাকু মহারাজ। কে এস রবীন্দ্র পরিচালিত ১০০ কোটি টাকা বাজেটের ছবি ডাকু মহারাজ বক্স অফিসে ব্যবসা করেছে মাত্র ১০৭ কোটি টাকার। ফলে ছবি যে কোনভাবেই লাভদায়ক হয়নি নির্মাতাদের কাছে সে কথা বলাই বাহুল্য। প্রেক্ষাগৃহে ছবির ব্যবসা লাভজনল না হলেও ডাকু মহারাজের ওটিটি মুক্তি নিয়ে বেশ উচ্ছ্বসিত দর্শকমহল। জানা যাচ্ছে, ২১ ফেব্রুয়ারি ওটিটি মঞ্চ নেটফ্লিক্সে মুক্তি পাবে নন্দমুরি, ঊর্বশী এবং ববির ছবি ডাকু মহারাজ।
View this post on Instagram
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)