প্রতীকী ছবি

কেরলে (Kerala) ১৭ বছরের এক কিশোরীকে (girl) গণধর্ষণের (gang rape) অভিযোগে গ্রেফতার (arrest) হল ৬ ব্যক্তি। চাইল্ড লাইনের (Child line) কাছ থেকে খবর পাওয়ার পরে রবিবার তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই কিশোরী বাড়িতে প্রচণ্ড চুপচাপ (silent) থাকতে শুরু করেছিল। অভিভাবকরা প্রশ্ন করলেও স্পষ্ট কোনও উত্তর দিত না। পরে স্কুল কর্তৃপক্ষ (School authorities) চাইল্ড লাইনের মাধ্যমে মেয়েটির কাউন্সেলিং (counselling) করালে আসল সত্য সামনে আসে। জানা যায়, বিভিন্ন দিনে ওই কিশোরীকে ধর্ষণ করেছে ৬ ব্যক্তি। চাইল্ড লাইনের কাছ থেকে খবর পাওয়ার পরে গত ৬ জুলাই এই বিষয়ে একটি মামলা দায়ের করে পুলিশ। আর রবিবার অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আরও পড়ুন: Delhi : শহরের উন্নতিতে কত টাকা খরচ করা হয়েছে, বন্যা ইস্যুতে কেজরিওয়াল সরকারকে প্রশ্ন গৌতম গম্ভীরের