প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ (৯ জানুয়ারি) ভুবনেশ্বরের জনতা ময়দানে অষ্টাদশ প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। গতকালই তিনি ভুবনেশ্বেরে গিয়ে পৌঁছন। কেন্দ্রীয় সরকার এবং ওড়িশা সরকারের যৌথ আয়োজনে ৮ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলা ১৮তম প্রবাসী ভারতীয় দিবসে ৫০ টিরও বেশি দেশ থেকে প্রবাসী ভারতীয়রা যোগদান করছেন। এবারের সম্মেলনের মূল ভাবনা উন্নত ভারতের জন্য ভারতীয় বংশোদ্ভূতদের অবদান।
বিদেশ মন্ত্রকের তথ্য অনুযায়ী আজ (৯ জানুয়ারি) তিন দিনের এই প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । এছাড়া, প্রধান অতিথি হিসেবে ত্রিনিদাদ ও টোবাগোর প্রেসিডেন্ট ক্রিস্টিন কার্লা কানগালু ভার্চুয়াল ভাষণ দেবেন। এছাড়াও প্রধানমন্ত্রী মোদী নয়া দিল্লির নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন থেকে প্রবাসী ভারতীয় এক্সপ্রেস নামে একটি বিশেষ পর্যটক ট্রেনের যাত্রার ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন। এই ট্রেনটি তিন সপ্তাহ ধরে ভারতের বিভিন্ন পর্যটন ও ধর্মীয় গন্তব্য পরিভ্রমণ করবে। প্রবাসী তীর্থ দর্শন যোজনা প্রকল্পের অধীনে এই বিশেষ পর্যটক ট্রেনটি পরিচালিত হবে।
প্রধানমন্ত্রী মোদি ১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনে চারটি প্রদর্শনী উদ্বোধন করবেন। এগুলি হলো:
১) বিশ্বরূপ রাম - রামায়ণের বিশ্বব্যাপী উত্তরাধিকার: এই প্রদর্শনীতে ঐতিহ্যবাহী ও আধুনিক শিল্পকর্মের মাধ্যমে রামায়ণের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হবে।
২) প্রযুক্তি ও উন্নত ভারতের ক্ষেত্রে প্রবাসীদের অবদান: এই প্রদর্শনীতে প্রযুক্তির উন্নয়নে ভারতীয় প্রবাসীদের অবদান তুলে ধরা হবে।
৩) বিশ্বজুড়ে ভারতীয় প্রবাসীদের বিস্তার ও বিকাশ, বিশেষত মাণ্ডবী থেকে মাসকাট: এখানে গুজরাটের মাণ্ডবী থেকে ওমানের মাসকাটে অভিবাসিত ব্যক্তিদের বিরল নথি প্রদর্শিত হবে।
৪) ওড়িশার ঐতিহ্য ও সংস্কৃতি: এই প্রদর্শনীতে ওড়িশার সমৃদ্ধ ঐতিহ্য, শিল্পকর্ম এবং সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হবে।
১০ জানুয়ারি ১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলনের সমাপ্তি অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সভাপতিত্ব করবেন। তিনি নির্বাচিত প্রবাসী ভারতীয়দের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বীকৃতি ও অবদানের জন্য প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার ২০২৫ প্রদান করবেন। প্রবাসী ভারতীয় দিবস ভারতের সরকারের একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাগশিপ অনুষ্ঠান, যা ভারতীয় প্রবাসীদের মধ্যে সংযোগ স্থাপন ও পারস্পরিক মিথস্ক্রিয়ার সুযোগ করে দেয়। এই সম্মেলনের মূল থিম হলো ‘উন্নত ভারতের জন্য প্রবাসীদের অবদান’।
সম্মেলনে পাঁচটি থিমভিত্তিক অধিবেশন থাকবে, যেমন: ‘সীমার বাইরে: বৈশ্বিক বিশ্বে প্রবাসী যুব নেতৃত্ব’; ‘সেতু নির্মাণ ও বাধা ভাঙা: অভিবাসী দক্ষতার গল্প’; ‘সবুজ সংযোগ: টেকসই উন্নয়নে প্রবাসীদের অবদান’; ‘নারী শক্তি: প্রবাসী নারীদের নেতৃত্ব উদযাপন’; ‘প্রবাসী সংলাপ: সংস্কৃতি, সংযোগ ও পরিচিতির গল্প’। প্রতিটি অধিবেশনে প্রবাসী বিশেষজ্ঞদের নিয়ে তৈরি প্যানেলে আলোচনা হবে।
১৮তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি প্রথমবারের মতো ওড়িশা রাজ্যে আয়োজিত হচ্ছে, যা তার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের জন্য পরিচিত। ২০২৩ সালে ১৭তম প্রবাসী ভারতীয় দিবস সম্মেলন মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হয়েছিল।