Police, Representational Image (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ সম্প্রতি দেশজুড়ে শোরগোল ফেলেছে মিরাটের ( Meerut) মার্চেন্ট নেভি অফিসার (Merchant Navy Officer) খুনের (Murder) ঘটনা। প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে স্ত্রী। শুধু তাই নয়,খুন করে দেহ লোপাটের জন্য স্বামীর দেহ ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট চাপা দিয়ে দেয় স্ত্রী ও তার প্রেমিক। আর এই ঘটনায় 'নীল ড্রাম' নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে মিরাট-সহ গোটা দেশে। এবার স্বামী পরকীয়ার কথা জেনে গেলে, তাঁকে খুন করে নীল ড্রামে দেহ ভরে দেওয়ার হুমকি দিলেন স্ত্রীর প্রেমিক। শুধু তাই নয়, মহিলার স্বামীকে বেধড়ক মারধর পর্যন্ত করেন স্ত্রীর প্রেমিক।

যুবককে খুনের হুমকি স্ত্রীর প্রেমিকের

হাড় হিম করা ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে। এই শহরে 'দ্য বাসাই এনক্লেভ' নামে একটি আবাসনে থাকেন ওই দম্পতি। আক্রান্ত যুবকের নাম মৌসম। ভালবেসে বাড়ির অমতে স্ত্রী মোগাকে বিয়ে করেছিলেন তিনি। মৌসম পেশায় ক্যাব চালক। বিয়ের পর সব ঠিকই ছিল, কিন্তু পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী মোগা। স্ত্রীর আচরণে সন্দেহ হয় ক্যাব চালক স্বামীর। এরপরই প্রেমিকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে ফেলেন মৌসম। সেখান থেকেই বচসার সূত্রপাত। বচসা চরমে পৌঁছলে প্রেমিককে দিয়ে স্বামীকে মার খাওয়ার মোগা। মাথায় বন্দুক ঠেকিয়ে ভয় পর্যন্ত দেখানো হয় মৌসমকে। এরপরই তাঁকে খুন করার হুমকি দেন স্ত্রীর প্রেমিক। তাঁদের এই অবৈধ সম্পর্ক মেনে না নিলে মিরাটের সৌরভ রাজপুতের মতো খুন করে দেহ কেটে ১৫ টুকরো করার হুমকি দেন প্রেমিক। এরপরই আতঙ্কে পুলিশের দ্বারস্থ হন ক্যাব চালক। স্ত্রী ও তাঁর প্রেমিকের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেন। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হাতেনাতে পরকীয়া ধরে ফেলতে যুবককে হুমকি স্ত্রীর প্রেমিকের