Who is Priyansh Arya: আইপিএলে (IPL) পাঞ্জাব কিংসের (Punjab Kings) ১৪তম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করে মুল্লানপুরের মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে লাইমলাইট কেড়ে নেন প্রিয়াংশ আর্য (Priyansh Arya)। মঙ্গলবার (৮ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর ২২ নম্বর ম্যাচে এই কৃতিত্ব অর্জন করেন বাঁহাতি এই ব্যাটার। এর আগে কেএল রাহুল (KL Rahul), হাশিম আমলা (Hashim Amla) দুটি করে সেঞ্চুরি করেন। এছাড়া একটি করে সেঞ্চুরি আসে বীরেন্দ্র সেহবাগ (Virender Sehwag), পল ভালথাটি (Paul Valthaty), শন মার্শ (Shaun Marsh), ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha), মাহেলা জয়াবর্ধনে (Mahela Jayawardene), জনি বেয়ারস্টো (Jonny Bairstow), ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal), অ্যাডাম গিলক্রিস্ট (Adam Gilchrist), ক্রিস গেইল (Chris Gayle), প্রভসিমরান সিং (Prabhsimran Singh) ও ডেভিড মিলার (David Miller)। ভালথাটি এবং সেহবাগের পরে তিনি তৃতীয় পিবিকেএস (PBKS) ব্যাটার যিনি সিএসকের (CSK) বিরুদ্ধে সেঞ্চুরি করেন। Priyansh Arya: প্রিয়াংশের অবিশ্বাস্য সেঞ্চুরিতে জয় পঞ্জাবের, টানা চার ম্যাচে হার ধোনিদের
পাঞ্জাব কিংসের জয়ের নায়ক শতকবীর তরুণ তারকা
A record-breaking innings from Priyansh Arya 🙌 pic.twitter.com/IKoKy0do4T
— CricTracker (@Cricketracker) April 8, 2025
কে এই প্রিয়াংশ আর্য?
প্রিয়াংশ আর্য (জন্ম: ১৮ জানুয়ারি, ২০০১) হলেন দিল্লির একজন প্রতিভাবান বাঁহাতি ওপেনিং ব্যাটার। তিনি তার বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত। ঘরোয়া ক্রিকেটে বিশেষত দিল্লি প্রিমিয়ার লিগে (Delhi Premier League) তার ব্যাটিং তাঁকে বারবার শিরোনামে এনেছে। আর্য দিল্লির সেই স্থানীয় টুর্নামেন্টে ৩০ বলে ৫৭ রান করেন, এরপর নর্থ দিল্লি স্ট্রাইকার্সের (North Delhi Strikers) বিপক্ষে ম্যাচে ৫০ বলে ১২০ রান করে নির্বাচকদের নজরে আসেন। তার ফর্ম তাকে সৈয়দ মুস্তাক আলী ট্রফির (Syed Mushtaq Ali Trophy) জন্য দিল্লির হয়ে দলে জায়গা করতে সাহায্য করে। সেখানেও তিনি তার সেরাটা দিয়ে উত্তর প্রদেশের বিপক্ষে ৪৩ বলে ১০২ রান করেন। সেই কারণে গত বছর দুবাইয়ে অনুষ্ঠিত মেগা নিলামে প্রিয়াংশকে নিয়ে টানাটানি পড়ে যায়। ৩০ লক্ষ টাকার বেস প্রাইস থেকে তাঁর দাম গিয়ে দাঁড়ায় ৩ কোটি টাকায়। শেষ পর্যন্ত পিবিকেএস তাঁকে ৩.৮০ কোটি টাকায় দলে নেয়। আইপিএল ২০২৫ (IPL 2025)-এ চারটি ম্যাচে আর্য ২১০.৬৬ স্ট্রাইক রেটে ১৫৮ রান করেছেন।