
Shashank Singh on Shreyas Iyer: পাঞ্জাব কিংসের (Punjab Kings) ফিনিশার শশাঙ্ক সিং (Shashank Singh), মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে এই আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে অধিনায়ক শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) রাগের শিকার হন। আইয়ারের রাগের কারণ হল শশাঙ্কের অন-স্ট্রাইকারের দিকে ক্যাজুয়ালভাবে হাঁটা, যার ফলে তিনি ক্রিজে পৌঁছাতে ব্যর্থ হন যখন এমআইয়ের (MI) ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) তাঁকে রানআউট করেন। আইয়ারের শশাঙ্ককে বকা দেওয়ার ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হওয়ার কয়েক দিন পরে এই ব্যাটার এ ঘটনা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, আইয়ারের উচিত ছিল তাকে 'চড় মারা'। তিনি বলেন, 'আমি এটারই যোগ্য, আইয়ারের আমাকে চড় মারা উচিত ছিল, আমার বাবা ফাইনাল পর্যন্ত আমার সাথে কথা বলেননি। আমি ক্যাজুয়াল ছিলাম, আমি যেন সি বিচে হাঁটছিলাম, বাগানে নয়।' ইন্ডিয়ান এক্সপ্রেসকে শশাঙ্ক বলেন। এরপর শ্রেয়স তাঁকে ডিনারের জন্য নিয়ে যান।' MPL T20, Cricket Viral Video: এক থ্রোতে পড়ল দুই দিকের উইকেট! দেখুন মহারাষ্ট্র প্রিমিয়ার লিগে অসামান্য ফিল্ডিং
শ্রেয়স আইয়ারের বকা দেওয়ার ভাইরাল ভিডিও
Shreyas Iyer ANGRY On Shashank Singh After Run Out 😡 | KKR vs PBKS 2025 Heated Moment
Shreyas Iyer lost his cool on Shashank Singh after a shocking run out during the intense KKR vs PBKS 2025 IPL match! 🔥
Watch the full drama as tensions rise in the middle and see how this… pic.twitter.com/OhCcdwH1NV
— Junoon Ki Jersey (@paramjit3092) June 3, 2025
ভারতের সাদা বলের অধিনায়কত্বের রেসে শ্রেয়স আইয়ার
পাঞ্জাব কিংস আইপিএল ২০২৫ (IPL 2025) ট্রফি জিততে না পারলেও শ্রেয়স আইয়ার সিজনের অন্যতম সেরা অধিনায়ক ছিলেন। ডান হাতি এই ব্যাটসম্যান গত বছর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) সঙ্গে ট্রফি তুলে ধরেন। এই বছরের আইপিএলের আগে, আইয়ার বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি তালিকার অংশ ছিলেন না। কিন্তু এখন, ব্যাটসম্যানকে ভারতের সাদা বলের অধিনায়ক পদের জন্য একটি বড় প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে বলে রিপোর্ট সামনে এসেছে। বর্তমানে, ভারতের ওয়ানডে দলের নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা (Rohit Sharma), টি২০ দলের নেতৃত্বে সুর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং টেস্টে শুভমন গিল (Shubman Gill) রয়েছেন। তবে, রোহিত শর্মা শীঘ্রই ওয়ানডে থেকে অবসর নেওয়ার একটি সম্ভাবনা থাকায়, ভারত সাদা বলের অধিনায়ক নিয়োগ নিয়ে ভাবছে। তার কারণ সুর্যকুমার যাদব ওয়ানডে দলে একটি স্থায়ী জায়গা করতে ব্যর্থ হয়েছেন, তাই মনে হচ্ছে যে তিনি ওয়ানডেতে নেতৃত্ব দিতে পারবেন না।
ওয়ানডে অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার
🚨 𝑹𝑬𝑷𝑶𝑹𝑻𝑺 🚨
After a notable IPL stint with Punjab Kings, Shreyas Iyer has emerged as a strong contender for India’s white-ball captaincy. 🇮🇳🙌#TeamIndia #ShreyasIyer #Cricket #Sportskeeda pic.twitter.com/EiI0azkChV
— Sportskeeda (@Sportskeeda) June 8, 2025