Tahawwur Rana (Photo Credit: X/Screengrab)

দিল্লি, ৯ এপ্রিল: মুম্বই হামলার (Mumbai Attack) অন্যতম ষড়যন্ত্রকারী তাহাউর রানাকে ভারতে আনা হচ্ছে। বুধবার রাতে না হলে বৃহস্পতি সকালে ২৬/১১ হামলার অন্যতম ষড়যন্ত্রী পাকিস্তানি বংশোদ্ভুদ তাহাউর রানাকে (Tahawwur Rana) ভারতে আনা হচ্ছে বলে খবর। তবে আমেরিকা থেকে বিশেষ বিমানে চাপিয়েই কানাডার নাগরিক জঙ্গি তাহাউর রানাকে ভারতে আনা হচ্ছে বলে রিপোর্টে প্রকাশ।

আমেরিকার (US)  সুপ্রিম কোর্টে সম্প্রতি তাহাউর রানার মার্কিন মুলুকে থাকার আবেদন খারিজ হয়ে যায়। তাহাউর রানাকে ভারতে (India) পাঠানো হবে। আমেরিকার সুপ্রিম কোর্টের তরফে এই নির্দেশ দেওয়ার পরপরই দিল্লিতে পাক জঙ্গিকে (Pakistani Terrorist) নিয়ে আসার পরিকল্পনা শুরু হয়। আর এবার বিশেষ বিমানে চাপিয়ে মুম্বই (Mumbai) হামলার অন্যতম অভিযুক্ত তাহাউরকে ভারতে ফেরানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: 26/11 Accused Tahawwur Rana: মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানাকে ভারতে আসতেই হবে, থাকতে পারবে না আমেরিকার জেলে, পাকিস্তানি জঙ্গির আবেদন খারিজ মার্কিন শীর্ষ আদালতের

প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারিতে নরেন্দ্র মোদী (Narendra Modi)  যখন মার্কিন সফরে যান, সেই সময় রানার ভারতে আসার কথা কার্যত পাকা হয়ে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) একযোগে সাংবাদিক সম্মেলনে হাজির হন। আর সেখানেই স্পষ্ট জানানো হয়, মুম্বই হামলার অন্যতম অভিযুক্ত তাহাউর রানাকে ভারতে হাজির হয়ে ভারতীয় বিচার ব্যবস্থার সম্মুখীন হতে হবে।

জানা যায়, পাক-আমেরিকান জঙ্গি ডেভিড কোলম্যান হেডলির সঙ্গী হল এই তাহাউর রানা। ২০০৮ সালে যখন মুম্বইয়ের তাজ হোটেলে জঙ্গি হামলা হয়, সেই সময়  অন্যতম মূল ষড়যন্ত্রকারী হিসেবে তাহাউর রানার নাম উঠে আসে। সেই থেকে শুরু। একাধিকবার তাহাউর রানাকে ভারতের হাতে প্রত্যার্পণ করা হোক বলে দিল্লির তরফে আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে মার্কিন মুলুক থেকে তাহাউর রানাকে ভারতে পাঠানোর ব্যবস্থায় সিলমোহর দেন।

রিপোর্টে প্রকাশ, পাকিস্তানি (Pakistan) ব্যবসায়ী, চিকিৎসক এবং অভিবাসীদের পরামর্শদাতা হিসেবে কাজ করত তাহাউর রানা। সেই সঙ্গে কুখ্যাত জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা এবং পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের (ISI) সঙ্গেও হাত মিলিয়ে কাজ করত রানা। যা দেখেই তার মুম্বই হামলার ছক কষা শুরু বলে জানা যায়।