মুম্বই হামলার অন্যতম প্রধান চক্রী তাহাউর রানাকে (Tahawwur Rana) এবার ভারতে (India) আনার প্রক্রিয়া কার্যত সম্পন্ন হল। এমনই মনে করছে বিদেশ মন্ত্রক। আমেরিকার সুপ্রিম কোর্টের (US Supreme Court ) তরফে তাহাউর রানার সে দেশের জেলে থাকার যে আর্জি, তা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে। অর্থাৎ, আর আমেরিকার জেলে নয়। ভারতেই আসতে হবে ২৬/১১ এর মুম্বই হামলার অন্যতম মূল চক্রীকে। ভারতেই হবে তাহাউর রানার বিচার প্রক্রিয়া। প্রসঙ্গত তাহাউর রানা আবেদন করে মার্কিন আদালতে যাতে সে দেশেই তার বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়। এমনকী পাকিস্তানি বংশোদ্ভুদ তাহাউর রানাকে ভারতে আনা হলে, তার উপর অত্যাচার করা হতে পারে বলে নিজের আবেদনে জানায় এই শীর্ষস্থানীয় জঙ্গি। তবে মার্কিন আদালতের তরফে স্পষ্টভাবে রানার সেই আবেদন খারিজ করে দেওয়া হয়। এতে তার ভারতে আসার প্রক্রিয়া প্রায় সম্পন্ন হল বলেই মনে করছে দিল্লি।
এবার মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানাকে ভারতে আনা যাবে বলে মনে করছে বিভিন্ন মহল...
US Supreme Court rejects plea of 26/11 Mumbai attack accused Tahawwur Rana, seeking stay on his extradition to India.
— ANI (@ANI) March 7, 2025
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)