দিল্লি, ৯ এপ্রিল: টিকিট (Ticket) দেখতে চাওয়ায় ক্ষেপে গেলেন এক মহিলা। ট্রেনের (Train) এসি কোচে উঠে তিনি কার্যত টিকিট পরীক্ষকের উপর চোটপাট করলেন। টিকিট দেখাবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। শুধু তাই নয়, টিকিট পরীক্ষক এবং আরপিএফ তাঁকে টিকিট দেখাতে বললে, তিনি হঠাৎ করেই বলে বসেন, 'যান আর প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমি কে। আমি আমার টিকিট দেখাব না।' বোরখা পরিহিত মহিলার (Burqa-Clad Woman) এমন উত্তর শুনে ট্রেনের কামরায় কার্যত হুসুস্থূল শুরু হয়। সেই সঙ্গে চাপা গুঞ্জন শুরু হয়, ওই মহিলার পরিচিতি নিয়ে।
দেখুন টিকিট পরীক্ষক এবং আরপিএফকে হুমকি দিতে শুরু করেন ওই মহিলা...
#वायरल वीडियो: एसी कोच में बुरकाधारी महिला का हंगामा, टिकट दिखाने से किया इनकार।
सोशल मीडिया पर एक चौंकाने वाला वीडियो तेजी से वायरल हो रहा है, जिसमें एक बुरकाधारी महिला भारतीय रेल की एसी कोच में जमकर हंगामा करती नजर आ रही है। यह घटना इंटरनेट पर व्यापक नाराजगी और बहस का कारण बन… pic.twitter.com/0leXmotOGq
— UttarPradesh.ORG News (@WeUttarPradesh) April 9, 2025
বিষয়টি খুলেই বলা যাক তাহলে। সোশ্যাল মিডিয়ায় (Social Media) সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হতে শুরু করেছে। যেখানে ট্রেনের এসি কোচে এক বোরখা পরিহিত মহিলার সামনে গিয়ে তাঁর কাছে টিকিট দেখতে চান টিটি। যা শুনে ওই মহিলা প্রথমে চুপ করে থাকেন। বার বার বলা সত্ত্বেও ওই মহিলা যখন টিকিট দেখাতে চাননি, তখন আরপিএফকে ডাকা হয়।
ঘটনাস্থলে আরপিএফ (RPF) হাজির হয়ে টিটির সঙ্গে একযোগে ওই মহিলার টিকিট দেখতে চান। টিকিট পরীক্ষক এবং আরপিএফকে বলতে শোনা যায়, 'ম্যাডাম দয়া করে আপনার টিকিটটা দেখান। এট আপনার বার্থ নয়।'
আরও পড়ুন: Viral Wedding Menu Card: খাবারের পাশে উল্লেখ ক্যালোরির পরিমাণ, ভাইরাল বিয়ের অভিনব মেনু কার্ড
আরপিএফ এবং টিটিকে ওই কথা বলতে শুনে বেজায় চোটে যান সংশ্লিষ্ট যাত্রী। বোরখার ভিতর থেকে বলতে শুরু করেন, 'যান আর প্রধানমন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করুন যে আমি কে। আমি আমার টিকিট দেখাব না।' এমনকী টিকিট পরীক্ষক এবং আরপিএফকে ওই মহিলা 'তুই, তোকোরিও' শুরু করে দেন কথা বলার সময়।
এরপরই চিৎকার করে ওই মহিলা ট্রেনের কোচের যাত্রীদের হত্যা করবেন বলে হুমকি দেন। এমনকী কয়েকজনের সঙ্গে খারাপ ব্যবহারও শুরু করেন। পরিস্থিতি বেগতিক দেখে আরপিএফ তা সামাল দেওয়ার চেষ্টা করে। তবে ট্রেনের কোচের ভিতরেই শুরু হয় গুঞ্জন।
ঘটনার পরপরই রেলের তরফে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়। এমনকী বিবৃতিও প্রকাশ করা হয়। তবে এই ট্রেনটি কোথা থেকে কোথায় যাচ্ছিল, সে বিষয়ে এখনও কিছু জানা যয়ানি।
তবে ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়।