
নয়াদিল্লিঃ নয়া অর্থবর্ষে বড় সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার(Reserve Bank Of India)। রেপো রেট কমানো হল ২৫ বেসিসি পয়েন্ট। যার হিসেব করলে দাঁড়ায়, ৬.২৫ থেকে রেপ রেট কমে হয়েছে ৬ শতাংশ। প্রথম আর্থিক কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানালেন আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা। নিয়ম অনুযায়ী, প্রতি ২ মাস অন্তর আরবিয়াইয়ের আর্থিক কমিটির বৈঠক বসে। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়। সেবার পাঁচ বছর পর রেপো রেটে পরিবর্তন এনেছিল আরবিআই। ফের ২ মাস পর রেপ রেট বদলের সিদ্ধান্ত রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার।
রেপো রেট কী?
রেপো রেট হল যে হারে আরবিআই রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলিকে ঋণ দিয়ে তাহকে। সাধারণত রেপো রেট কমলে সুদের হার কমায় ব্যাঙ্কগুলি। ফলে ঋণগ্রহীতাদের মাসিক কিস্তি কিছুটা কমে যায়।
রেপো রেট কমানোর ফলে এবার গাড়ি ও বাড়ির লোনের মাসিক কিস্তি কমার সম্ভাবনা প্রবল এপ্রিলের বৈঠকে পর, আরও একটি বিষয়ে জানিয়েছেন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, ২০২৫-২০২৬ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির হার কত হতে পারে সে ব্যাপারেও ধারণা দিয়েছেন তিনি। তাঁর কথায়, "চলতি অর্থবর্ষে ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৫ শতাংশ থাকতে পারে। দ্বিতীয় ত্রৈমাসিকে তা বেড়ে ৬.৭ শতাংশ হতে পারে। আবার চতুর্থ ত্রৈমাসিকে কমতে পারে। জিডিপির হার কমে হার কমে হতে পারে ৬.৩ শতাংশ।
রেপো রেট কমাল আরবিআই, গাড়ি-বাড়ির লোনের কিস্তি কমল কতটা?
🚨Breaking News: RBI Slashes Rates!
India’s Central Bank just cut interest rates by 0.25% → now at 6%!
Goal?? Boost growth as the economy hits a slowdown speed bump.#RBI #Economy #InterestRates #IndiaGrowth pic.twitter.com/YHtQLgSVlb
— 🇦🇪Ali Al Rashid (@AliAlRashid786) April 9, 2025