নয়াদিল্লি: ভারতীয়রা প্রয়োজন ছাড়া সাধারণত পাকিস্তান ভ্রমণ করেন না। তবে, দুই দেশের সংস্কৃতি একই রকম এবং পাকিস্তানে (Pakistan) অবস্থিত কিছু ধর্মীয় স্থানের জন্য ভারত (India) থেকে অনেক মানুষ বছরের একটা সময় পাকিস্তান ভ্রমণ করে। এ বছর শিখ সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশাখী (Baisakhi Festival 2025) উপলক্ষে ৬,৫০০ জনেরও বেশি ভারতীয় শিখ তীর্থযাত্রীকে (Indian Sikh Pilgrims) ভিসা দিয়েছে পাকিস্তান সরকার। সাম্প্রতিক বছরগুলিতে পাকিস্তান হাইকমিশন কর্তৃক ভারতীয়দের জন্য জারি করা ভিসার সংখ্যা এটিই সবচেয়ে বেশি। গত ৫০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো পাকিস্তান সরকার বৈশাখী উপলক্ষে ভারতীয় শিখ তীর্থযাত্রীদের অতিরিক্ত ভিসা দিয়েছে।
তীর্থযাত্রার ক্ষেত্রে উভয় দেশ কর্তৃক জারি করা কিছু নিয়ম মেনে চলতে হয়। ইভাকুই ট্রাস্ট প্রপার্টি বোর্ডের অতিরিক্ত সচিব সাইফুল্লাহ খোখার জানান, ১৯৭৪ সালের পাকিস্তান-ভারত ধর্মীয় প্রোটোকল চুক্তির অধীনে যেকোনো ধর্মীয় উৎসবে ৩,০০০ শিখ তীর্থযাত্রী পাকিস্তানে যেতে পারবেন। তবে সরকার এবার ৬,৭৫১টি ভিসা জারি করেছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ইভাকুই ট্রাস্ট প্রপার্টি ETPB এর বিশেষ অনুরোধে ৩,৭৫১টি অতিরিক্ত ভিসা মঞ্জুর করা হয়েছে।