![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2022/10/10-380x214.jpg)
মুম্বই, ৭ অক্টোবর: 'থ্রি ইডিয়টস' থেকে 'লাল সিং চাড্ডা', 'পিকে' থেকে 'এয়ারলিফ্ট'। বলিউডের একের পর এক সুপারহিট সিনেমায় অভিনয় করা বর্ষীয়াণ অভিনেতা অরুণ বালি প্রয়াত হলেন। মুম্বইয়ে ৭৯ বছরে প্রয়াত হলেন পঞ্জাবী ব্রাহ্মণ পরিবারের তারকা এই অভিনেতা। ১৯৯১ সালে সৌগন্ধ সিনেমায় প্রথমবার দেখা যায় তাঁকে। এরপর রাজু বান গ্যায়া জেন্টলম্যান থেকে খলনায়ক, রাম জানে, সত্যা-র মত সিনেমায় অভিনয় করেন তিনি। আমির খানের ব্লকব্লাস্টার সিনেমা থ্রি ইডিয়টস-এ শ্যামলদাস চাঁচোড়ের ছোট্ট একটি ক্যামিও চরিত্রে অভিনয় করে তিনি হৃদয় জেতেন।
দেখুন টুইট
Veteran Bollywood actor Arun Bali dies at 79 in Mumbai after suffering from rare muscular disease #news #dailyhunt https://t.co/zcSbjFFraR
— Dailyhunt (@DailyhuntApp) October 7, 2022
অনুরাগ বসুর বরফি সিনেমায় অরুণ বালিকে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ঝিমলির দাদুর চরিত্রে। আমির খানের 'লাল সিং চাড্ডা' সিনেমায় অরুণ বালিকে দেখা গিয়েছিল ট্রেনে এক বৃদ্ধের ভূমিকায়। বলিউডে ৫০টির কাছাকাছি সিনেমায় তিনি ছোট-বড়-ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। সিনেমায় আসার বছর দুয়েক আগে দুসরা খেওয়াল নামের একটি টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেন। শক্তিমান, সোয়াভিমান-এক মত দূরদর্শনের হিট সিরিয়ালেও তিনি অভিনয় করেন।আরও পড়ুন-নর্থ বম্বে সর্বজনীনের পুজোয় চাঁদের হাট, দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রানি তানিশা
তাঁর মৃত্যুতে বলিউডে শোকের ছায়া। একের পর চিত্রতারকা অরুণ বালির মৃত্যুতে শোকপ্রকাশ করছেন।