Virat Kohli (Photo Credit: BCCI/ X)

Why is Virat Kohli Not Playing in Nagpur ODI? নাগপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলছেন না বিরাট কোহলি। ভারতের ওয়ানডে দলের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, হাঁটুর চোটের কারণে নাগপুরে প্রথম ওয়ানডেতে খেলতে পারবেন না তিনি। টসের সময় রোহিত জানান, বুধবার সন্ধ্যায় অনুশীলনের সময় ডান হাঁটুতে চোট পান কোহলি। টসের আগে কোহলিকে ফিটনেস টেস্ট করতে দেখা গেলেও মেডিক্যাল টিম তারকা ব্যাটারকে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর আজকে যশস্বী জয়সওয়াল অভিষেক করেছেন ভারতীয় দলে। বাঁহাতি এই ব্যাটসম্যান একাদশে বিরাটের জায়গায় দলে জায়গা করে নিয়েছেন। তবে প্রথমে টিমশিটে শ্রেয়স আইয়ারকে তিন নম্বরে ব্যাট করার জন্য স্লট করা হয় এবং সহ-অধিনায়ক শুভমন গিলকে চার নম্বরে ব্যাট করার জন্য স্লট করা হয়। IND vs ENG 1st ODI Toss Update: নাগপুরে টসে জিতে ব্যাট করছে বাটলাররা, অভিষেক করছেন যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা

প্রথম ওয়ানডেতে কেন খেলছেন না বিরাট কোহলি?

২০২২ সালের জুলাইয়ের পর এই প্রথম চোটের কারণে ওয়ানডে মিস করছেন বিরাট কোহলি। এর আগে কুঁচকির চোটে লন্ডনের ওভালে একটি ম্যাচ মিস করেন কোহলি। সম্প্রতি কোহলির ফর্ম কয়েক মাস ধরে ভালো চলছে না। অস্ট্রেলিয়ার একটি খারাপ সফরের পরে তাঁকে নিজের ভুল নিয়ে কাজ করতে দেখা গেছে। বিশেষত তার প্রায় সব আউটগুল এসেছে উইকেটরক্ষকের হাতে বা স্লিপে। তিনি এক সপ্তাহ ভারত এবং আরসিবির প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের সাথে কাজ করেন। এরপরে তিনি দিল্লির হয়ে একটি রঞ্জি ট্রফি ম্যাচ খেলেন। ২০১২ সালের পর প্রথমবার ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতায় তিনি রেলওয়েজের বিপক্ষে খেলেন। সেখানে তিনি মাত্র ৬ রানে বোল্ড হয়ে ফিরে যান। তবে ওয়ানডে ক্রিকেট কোহলির সবচেয়ে শক্তিশালী ফর্ম্যাট। উল্লেখ্য, এই ফর্ম্যাটে মাত্র তৃতীয় ব্যাটার হিসেবে ১৪,০০০ রান করা থেকে ৯৪ রান দূরে রয়েছেন তিনি। এর আগে কেবল সচিন তেন্ডুলকর ও কুমার সাঙ্গাকারা এই মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। তবে কোহলি দ্রুততম এই মাইলফলক স্পর্শ করবেন তা নিশ্চিত।