India National Cricket Team vs England National Cricket Team: ভারত জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল প্রথম ওয়ানডে ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। নাগপুরে আয়োজিত এই ওয়ানডে ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করছে ইংল্যান্ড। তরুণ ব্যাটিং তারকা যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং পেসার হর্ষিত রানা (Harshit Rana) নাগপুরে ভারতের হয়ে ওয়ানডেতে অভিষেক করেছেন। জয়সওয়াল ও রানা দুজনেই ইতিমধ্যেই টেস্ট ও টি-টোয়েন্টিতে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। আজ বিদর্ভ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের উদ্বোধনী ম্যাচের আগে ক্যাপ পেয়েছেন এই দুই তারকা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যশস্বীর অভিষেক হওয়াটা একটা বড় লক্ষণ যে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বাঁহাতি ব্যাটসম্যানের দক্ষতা পরীক্ষা করতে চাইছে। সহ-অধিনায়ক শুভমন গিল ইনিংস ওপেন করতে থাকবেন নাকি যশস্বীকে টপ অর্ডারে জায়গা করে দিতে তিন নম্বরে নেমে যাবেন সেটাই এখন দেখার। IND vs ENG 1st ODI Live Streaming: ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওয়ানডে, সরাসরি দেখবেন যেখানে
ভারত বনাম ইংল্যান্ডের টস আপডেট
🚨 Toss Update from Nagpur 🚨
England have elected to bat against #TeamIndia in the 1⃣st #INDvENG ODI.
Follow The Match ▶️ https://t.co/lWBc7oPRcd@IDFCFIRSTBank pic.twitter.com/KmvYPhvERw
— BCCI (@BCCI) February 6, 2025
শামির থেকে অভিষেক ক্যাপ নিলেন হর্ষিত রানা
"Harshit Rana received the Indian cap on his debut match from Shami"#INDvsENG #harshitrana #mohammedshami #bcci #IndianCricketTeam #cricketnews #cricketupdate
📸hotstar pic.twitter.com/cAE6jFDOh3
— CricInformer (@CricInformer) February 6, 2025
যশস্বী জয়সওয়ালের অভিষেক
YASHASVI JAISWAL ERA IN ODIs...!!! 🇮🇳 pic.twitter.com/RW2GYsFVTO
— Johns. (@CricCrazyJohns) February 6, 2025
ভারতের একাদশঃ রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ শামি।
ইংল্যান্ডের একাদশঃ বেন ডাকেট, ফিলিপ সল্ট (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জোফরা আর্চার, আদিল রশিদ, সাকিব মাহমুদ।