Photo Source: Twitter

জনমানব শূন্য! নেই হাওড়া ব্রিজে (Howrah Bridge) গাড়ির ভিড়, নেই ভিড় বাসে ওঠার জন্য যাত্রীদের তাড়া। নেই বড়বাজার, গড়িয়াহাটে বিকিকিনি, মুটেদেরও ঠেলাগাড়ির আওয়াজ। রোজগার নেই। মজুত খাবার-টাকা সব শেষ হচ্ছে একটু একটু করে। কলকাতার অলি-গলিতে এখন শুধুই বিষাদের সুর! কবে সুস্থ হয়ে উঠবে এই দুনিয়া। সেই প্রতীক্ষাতেই দিন কাটাচ্ছেন প্রতিটা মানুষ। কাজ নেই বিনোদন জগতেও। কিন্তু এই বিষাদের মধ্যে বাংলার (Ei Bangla Amar Hashbe Abar) প্রতিটি মানুষের মনে সাহস যোগালেন রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালনায় একঝাঁক টলি তারকারা।

সদ্যই সোশ্যাল মিডিয়ায় মুক্তি পেয়েছে মিউজিক্যাল জার্নি 'এই বাংলা আমার হাসবে আবার।' বাংলা খুব শীঘ্রই প্রাণ ফিরে পাবে এবং এই শহর আবার হাসবে প্রাণখুলে। সেই আশাতেই গান লিখেছেন প্রসেন। শুধু বাংলা নিয়ে নতুন স্বপ্ন দেখাই নয়। যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত এক করে করোনা-যুদ্ধে ফ্রন্টলাইনে দাঁড়িয়ে পরিশ্রম করে চলেছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন টলি তারকারা। আরও পড়ুন: Coronavirus Lockdown: লকডাউনে কেমন আছে তিলোত্তমা কলকাতা, দেখুন ভিডিয়ো 

রাজ চক্রবর্তীর পরিচালনায় এই গানে অভিনয় করেছেন শুভশ্রী, আবির, যীশু, পাওলি দাম, নুসরত, সায়ন্তিকা, শ্রাবন্তী, পরমব্রত, ঋত্বিক, অনির্বাণ এবং আরও অনেকে। সকলেই নিজের বাড়িতে শ্য়ুটিং করেছেন। গানের মধ্যে দিয়েই তাঁরা দিয়েছেন সচেতনতার বার্তা। এই পৃথিবী একদিন সুস্থ হবেই। নতুন ভোর হবে। অন্ধকার ঘুচে মিলবে আলোর উৎস্য।