পুয়ের্তোরিকো, ১৭ মার্চ: এবার মিস ওয়ার্ল্ডের (Miss World) মঞ্চে ইউক্রেনের (Ukraine) জন্য প্রার্থনা করলেন মিস ওয়ার্ল্ড ২০১৯ টনি-অ্যান সিং। পুয়ের্তোরিকোয় বসে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা। সেখানেই ইউক্রেনের জন্য প্রার্থনা করতে দেখা যায় টনি-অ্যান সিংকে। জামাইকান সুন্দরী যখন ইউক্রেনের জন্য বিশ্ব সুন্দরীর মঞ্চে প্রার্থনা শুরু করেন, সেই সময় তাঁর পাশে হাজির হয়ে মোমবাতি জ্বালিয়ে বিশ্ব শান্তির জন্য আহ্বান করেন প্রত্যেকে। ইউক্রেনে রাশিয়ার (Russia) হামলার পর এবার রুশ সেনা ফিরে যাক। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা পাক বলে প্রার্থনা করেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সুন্দরীরা।
১৬ মার্চ পুয়ের্তোরিকোয় বসে বিশ্ব সুন্দরীর আসর। যা বেশ কয়েক মাস আগে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওই সময় ভারতীয় সুন্দরী মনণা বারাণসীসহ একাধিক প্রতিযোগী করোনায় আক্রান্ত হন। ফলে পিছিয়ে দেওয়া হয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার আসর।
১৬ মার্চ পুয়ের্তোরিকোর সান জোয়ানায় বিশ্ব সুন্দরীর আসর বসলে সেখানে খেতাব জয় করে নেন পোলান্ডের ক্যারোলিনা বিলাওস্কা।