প্রাক্তন প্রেমিক এবং তাঁর সঙ্গিনীকে খুনের অভিযোগ উঠেছে নার্গিস ফকরির (Nargis Fakhri) বোন আলিয়ার (Aliya Fakri)বিরুদ্ধে। নিউ ইয়র্কের কুইন্সল্যন্ডে নার্গিস ফকরির বোন  প্রাক্তন প্রেমিক জেকবসকে পুড়িয়ে মারে বলে অভিযোগ। জেকবসের সঙ্গে তাঁর বর্তমান প্রেমিকা এথিনকেও আলিয়া খুন করে বলে অভিযোগ। যার জেরে নার্গিসের বোন আলিয়াকে গ্রেফতার করে মার্কিন মুলুকের পুলিশ।  নার্গিস ফকরির বোনের গ্রেফতারির পর সেই খবর কার্যত দাবানলের মত ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর এবার প্রথম মুখ খুললেন বলিউড নায়িকা। আলিয়ার জন্য নার্গিস যাচ্ছেন বলে ন্তব্য করেন নায়িকা। যে ছবি নার্গিস শেয়ার করেন, সেখানে আলিয়ার সঙ্গে দেখা মেলে বলিউডের আরও এক নায়িকা জ্যাকলিন ফার্নান্ডেজের। প্রসঙ্গত নার্গিস ফকরি বর্তমানে হাউজ়ফুল ৫-এর শ্যুটিং এবং তার প্রমোশনে ব্যস্ত। এসবের মধ্যে অভিনেত্রীর বোনের গ্রেফতারির খবর নিয়ে জোর তোলপাড় শুরু হয়ে যায়।

আরও পড়ুন: Nargis Fakhri's Sister Aliya Arrested: নির্মম, প্রাক্তন প্রেমিককে জ্ব্যান্ত জ্বালিয়ে দিল অভিনেত্রী নার্গিস ফকরির বোন, অভিযোগ

দেখুন আলিয়া ফকরির জন্য কী লিখলেন নার্গিস...

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)