ইজরায়েল-হামাসের যুদ্ধের মাঝে ইতিমধ্যেই আমেরিকা, রাশিয়া, লেবানন, ইরাকের মতো দেশগুলি নিজেদের জড়িয়ে নিয়েছে। অন্যদিকে সৌদি আরব, কুয়েত মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশ এমনকী এশিয়া, আফ্রিকার একাধিক দেশে এই যুদ্ধে আঁচ পড়তে শুরু করেছে। বাদ নেই ভারত। তবে ভারত এই দ্বন্দ্বের মাঝে মধ্যস্ততা বজায় রাখতে আগ্রহী। আর সেই কারণেই কুয়েতের সঙ্গে সক্ষতা বজায় রাখতে এগিয়ে এল ভারত। এদিন ভারত সফরে এসেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া (Abdullah Ali Al-Yahya)। তাঁর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)।

বৈঠক শেষে  ইয়াহিয়ার সঙ্গে ছবিও ছাড়েন মোদী। এক্স হ্যাণ্ডেলে টুইট করে তিনি জানান, কুয়েতের মন্ত্রী আবদুল্লাহ আলী আল-ইয়াহিয়া সঙ্গে বৈঠক সদর্থক হয়েছে। ভারতীয় নাগরিক যাঁরা কুয়েতে রয়েছে, তাঁদের কল্যাণের জন্য আমাদের মধ্যে আলোচনা হয়েছে। জনগনের স্বার্থে আমরা এই ঐতিহাসিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই কুয়েতে বৈষম্যের শিকার হয়েছিলেন বেশ কয়েকজন ভারতীয়। তাঁরা মুম্বই থেকে ম্যাঞ্চেস্টার যাওয়ার জন্য রওনা দিয়েছিলেন। তবে বিমানে যান্ত্রিক ত্রুটি থাকার জন্য ব্রিটেন, আমেরিকান নাগরিকদের সঙ্গে তাঁদেরও কুয়েতে নামতে হয়েছিল। অভিযোগ, কুয়েতে নামার পর অনান্য যাত্রীদের যে সুবিধা দেওয়া হয়ছিল তা ভারতীয়দের দেওয়া হয়নি। এমনকী তাঁদের প্রথমদিকে কয়েকঘন্টা জল বা খাবার কিছুই দেওয়া হয়নি। এছাড়া লাউঞ্জে যাওয়ার অনুমতি মেলেনি বলে অভিযোগ। পরে ভারতীয় দূতাবাসের আধিকারিকদের মধ্যস্থতায় সমস্যার সমাধান হয়েছিল।