দিল্লি, ৪ ডিসেম্বর: দেশের সবকিছু ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা (Sheikh Hasina)। হিন্দু-সহ সংখ্যালঘু মানুষের উপর অত্যাচারের অভিযোগে যখন ভারতের (India) পড়শি দেশ উত্তাল, সেই সময় এমনই দাবি করলেন সে দেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নোবেলজয়ীর দাবি, গত ১৫ বছরে শেখ হাসিনা সরকার দেশের পরিকাঠামো নষ্ট করে দিয়েছে। ফলে গণতন্ত্র, মানুষের আস্থা এনং অর্থনৈতিক স্থিতাবস্থা বাংলাদেশে (Bangladesh) ফেরাতে অনেক সময় লাগবে। অর্থনীতি, আমলাতন্ত্র, বিচার ব্যবস্থার সুষ্ঠ গঠন তৈরি করতে বাংলাদেশের সময় লাগবে বলেও মন্তব্য করেন ৮৪ বছরের মহম্মদ ইউনুস। এসবের পাশাপাশি ভারত শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যার্পণ করুক বলেও একটি সংবাদ সংস্থার সাক্ষাৎকারে মন্তব্য করেন মহম্মদ ইউনুস।
আরও পড়ুন: Bangladesh: হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার, বাংলাদেশকে সতর্ক করলেন জামা মসজিদের শাহি ইমাম
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে ভারত সরকার যে অভিযোগ করছে, তা তথ্য বা সত্যের উপর ভিত্তি করে নয়। ভারতের এই দাবি নির্দিষ্ট প্রপাগন্ডা মেনে। এমন দাবিও করেন বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা।