অবশেষে বছর শেষের আগেই হয়ে গেল নাগা চৈতন্য (Naga Chaitanya) ও শোভিতা ধুলিপালার (Sobhita Dhulipala) বিয়ে। এই বিয়ে নিয়ে কমচর্চা হয়নি নেটদুনিয়ায়। তবে সমস্ত রীতিনীতি মেনেই হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিয়োতে হয়ে গেল দুই তারকার বিয়ে। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও একাধিক অভিনেতা অভিনেত্রীরা। যদিও বিয়ে সেভাবে জাকজমকে সাথে করতে চাননি নাগা ও শোভিতা। সেই কারণে রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং করার জন্য প্রাথমিকভাবে পরিকল্পনা করা হলেও পরবর্তীকালে তা বাতিল হয়ে যায়। যদিও দুজনের বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে কৌতুহল আগে থেকেই ছিল। কিন্তু সেভাবে ছবি প্রকাশ্যে আসছিল না।

তবে শোভিতার শ্বশুরই সেই কৌতুহল মিটিয়ে দিলেন। তিনি নিজেই নাগা ও শোভিতার বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন। ছবি আপলোড করে নাগার্জুন ক্যাপশনে লেখেন, "ডিয়ার শোভিতাকে আমাদের পরিবারে স্বাগতম। চৈতন্যকে অনেক অনেক অভিনন্দন। শোভিতা ও চৈতন্যের জীবনে নতুন অধ্যায় শুরু হওয়ার বিষয়টি আমার কাছে অন্যতম আবেগময় মুহূর্ত ছিল"।