খুনের (Murder) পর মৃতদেহ গাড়ির ভিতরে রেখে চম্পট দিল দুষ্কৃতীরা। প্রকাশ্য দিবালোকে গাড়ির ভিতরে মৃতদেহ রেখে সেখান থেকে দুষ্কৃতীদের পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। হাত, পা দড়ি দিয়ে বেধে, মাথা থেঁতলে মৃতদেহ গাড়ির ভিতরে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh), তেলাঙ্গানার (Telangana) সীমান্ত শহর ওয়ারাঙ্গলে (Warangal)। একটি গাড়ি অনেকক্ষণ এক জায়গায় রাখা দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা গাড়ির জানলা দিয়ে উঁকি দিতেই চক্ষু চড়কগাছ। গাড়ির ভিতরে একটি মৃতদেহ হাত, পা বাধা অবস্থায় পড়ে রয়েছে বলে তাঁরা দেখতে পান। মৃতদেহ সনাক্তের পর জানা যায়, দুষ্কৃতীদের হাতে নিহত ব্যক্তির নাম রাজা মোহন। ওয়ারঙ্গালের হনুমানকোন্ডা শ্রীনগর কলোনির ব্যাঙ্কে কর্মরত ছিলেন। কী কারণে দুষ্কৃতীরা রাজা মোহন নামে ওই ব্যক্তিকে খুন করে, তার খোঁজ পুলিশ শুরু করেছে।

দেখুন কীভাবে গাড়ির ভিতর মৃতদেহ রেখে পালাল দুষ্কৃতীরা...

 

(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)