Cillian Murphy. (Photo Credits: X)

চরিত্রের প্রয়োজনে অনেক সময়ই অভিনেতা-অভিনেত্রীরা নিজেদের শরীর কখনও ভাঙেন, কখনও দেহে অতিরিক্ত ওজন বাড়ান। ককনও আবার অত্য়াধুনিক মেকআপের সাহায্যে অভিনেতারা নিজেদের শরীরকে একেবারে আলাদা মোড়কে দর্শকদের সামনে তুলে ধরেন।  এবার সেই তালিকায় নাম কোলেন অস্কার জয়ী 'ওপেনহাইমার' সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা কিলিয়ান মার্ফি ( Cillian Murphy)। ওপেনহাইমার (Oppenheimer)-এর পর অস্কারজয়ী মার্ফির সবচেয়ে বড় রিলিজ হতে চলেছে ড্যানি বোয়েলের '28 Years Later' (28 ইয়ার্স লেটার)।

অস্কারজয়ী ড্যানি বয়েলের এই হরর-থ্রিলার সিনেমার জন্য কিলিয়ান মার্ফি তাঁর শরীরকে একেবারে কঙ্কালসার পর্যায়ে নিয়ে গিয়েছেন। 'স্লামডগ মিলিয়ানিয়ার'খ্যাত পরিবচালকের এই সিনেমায় জম্বি-র ভূমিকায় অভিনয় করায় মার্ফিকে নিজের ওজন ঝরাতে হয়। সম্প্রতি এই সিনেমা মার্ফির একটি ছবি সামনে এসেছে, সেটা থেকে বোঝার উপায়ই নেই, এই মার্ফিই গত বছরই পরমানু বিজ্ঞানী ওপেনহাইমারের ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছেন।

দেখুন ছবিতে

ড্যানি বয়েল ও সিলিয়ান মার্ফির যুগলবন্দির সিনেমা '28 Years Later'আগামী বছর ২০ জুন মুক্তি পাওয়ার কথা।