
মুম্বই, ১৪ মার্চঃ দোলযাত্রার (Holi 2025) দিনেই বিদায় নিয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা দেব মুখার্জি (Deb Mukherjee)। শুক্রবার, ১৪ মার্চ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে প্রবীণ পরিচালক শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩। বেশ কিছু দিন যাবতই তাঁর শারীরিক অবস্থা ভালো যাচ্ছিল না। হাসপাতালে রেখে চিকিৎসা চলছিল। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ ইহলোকের মাহা কাটিয়ে দেব মুখার্জি (Deb Mukherjee) পরলোক যাত্রা করেছেন।
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা শশধর মুখার্জির পুত্র এবং 'ব্রহ্মাস্ত্র' পরিচালক অয়ন মুখার্জির (Ayan Mukerji) ছিলেন দেব মুখার্জি। উত্তর বোম্বে দুর্গাপূজা কমিটির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বও ছিলেন বটে। প্রবীণ পরিচালকের মৃত্যুতে শোকের ছায়া বলিউডে। তাঁকে শেষ বিদায় জানাতে আবাসনে পৌঁছে গিয়েছিলেন কাজল, হৃত্বিক রোশন, অনিল কাপুর, জয়া বচ্চন, রানি মুখার্জি-সহ ইন্ডাস্ট্রির আরও অনেকে। দেব মুখার্জির অন্তিমযাত্রায় তাঁকে কাঁধ দিলেন অভিনেতা রণবীর কাপুর (Ranbir Kapoor)। দেবের ছেলে অয়নের খুবই কাছের বন্ধু হলেন রণবীর। বন্ধুর এমন শোকের দিনে ঝাঁপিয়ে পড়েছেন অপর বন্ধু।
দেবের অন্তিমযাত্রায় কাঁধ দিলেন রণবীর কাপুরঃ
View this post on Instagram
এদিন বিকেল ৪টাের সময়ে মুম্বইয়ের পবন হংস শ্মশানে প্রবীণ অভিনেতার দেব মুখার্জির শেষকৃত্যের অনুষ্ঠান হয়েছে।