আজ থেকে ঠিক ১০১ বছর আগে প্রকাশিত হয়েছিল কাজী নজরুল ইসলামের বিদ্রোহী' কবিতাটি। এক শতক আগেও দিনটা ছিল শুক্রবার। সদ্য সেনাবাহিনী ফেরত তরুণের মননে তখনও রগরগে যুদ্ধের ক্ষত। সালটা ছিল ১৯২২, ৬ জানুয়ারি। ১৩২৮ বঙ্গাব্দের ২২ পৌষ। সাপ্তাহিক পত্রিকা ‘বিজলী’তে প্রকাশিত হয় বছর বাইশের এক তরুণ কবি নজরুল ইসলামের কবিতা ‘বিদ্রোহী’।অনেকেই বলেন, এই কবিতার হাত ধরে সূচনা হয়েছিল বাংলা সাহিত্যে এক নতুন যুগের, সেই সময়ের বাংলা কবিতার ধারা , ইতিহাস , ভূগোল পাল্টে দিয়েছিল এই কবিতা।
আজ ২০২৩ সালে দাঁড়িয়ে এই কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে এই সময়কে ধরা দরকার ছিল।যার ভাবনা থেকেই ১০০ বছর পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে প্রকাশিত হচ্ছে ‘বিদ্রোহী’। আজ শনিবার (৭ জানুয়ারি) রবীন্দ্রসদনে প্রকাশ হবে অডিয়ো-ভিজুয়াল অ্যালবাম ‘বিদ্রোহী রিভিজ়িটেড’। আবৃত্তিতে শোভনসুন্দর বসু, সঙ্গীতায়োজনে সুরজিত্ চট্টোপাধ্যায়।ছয় মাত্রার তাল বজায় রেখে অতি জমাটি এই আবৃত্তিরূপ দিয়েছেন শোভনসুন্দর আর এই কবিতার আবেগ, জ্বলন্ত শব্দের উচ্চারণ, বীরত্ব, শৌর্য প্রকাশ পাচ্ছে সুরজিৎ চট্টোপাধ্যায়েরবিদেশি অর্কেষ্টা ফর্মের মিউজকের মাধ্যমে।