Sri Lanka's PM Ranil Wickremesinghe: অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী, কে এই রনিল বিক্রমসিংঘে, দেখুন
Ranil Wickremesinghe (Photo Credit: ANI/Twitter)

কলম্বো, ১২ মে:  মাহিন্দা রাজাপাক্ষে ইস্তফা দেওয়ার পর শ্রীলঙ্কার (Sri Lanka) নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হলেন রনিল বিক্রমসিংঘে। বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল। কিন্তু কে এই রনিল বিক্রমসিংঘে? দেখে নিন...

রনিল বিক্রমসিংঘে (Ranil Wickremesinghe) একজন পেশাদার আইনজীবী। ৭-এর দশকে রাজনীতিতে হাতেখড়ি তাঁর। ১৯৭৭ সালে শ্রীলঙ্কার সাংসদে প্রথম নির্বাচিত হন রনিল বিক্রমাসিংঘে। কাকা জুনিয়র জয়বর্ধনের কাছ থেকে রাজনীতিতে হাতেখড়ি হয় রনিল বিক্রমসিংঘের।

এএফপির সাক্ষাৎকারে একবার রনিল বিক্রমসিংঘে জানিয়েছিলেন, তিনি সাংবাদিক হিসেবে জীবনে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলেন।

আরও পড়ুন:   Sri Lanka: শ্রীলঙ্কা ছেড়ে বিদেশে যেতে পারেবেন না মাহিন্দা রাজাপাক্ষে, নির্দেশ আদালতের

১৯৯৪ সালে শ্রীলঙ্কার ইউনাইটেড ন্যাশনাল পার্টির প্রধান হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমসিংঘে। শ্রীলঙ্কার সাংসদে তিনিই তখন ইউনাইটেড ন্যাশনাল পার্টিকে উপস্থাপন শুরু করেন।

১৯৯৩ সালে শ্রীলঙ্কায় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন রনিল বিক্রমসিংঘে। রনসিংঘে প্রেমদাসার হত্যার পর রনিল বিক্রমসিংঘে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন শ্রীলঙ্কায়। প্রথমবার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এক বছর ক্ষমতায় ছিলেন রনিল।

এরপর ২০০১ সালে ফের রনিল বিক্রমসিংঘে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

২০১৫ সালে ফের শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী নির্বাচিত হন রনিল বিক্রমসিংঘে। প্রত্যেকবারই তাঁর নিখুঁত প্রতিচ্ছবি শ্রীলঙ্কার মানুষের মন জয় করে নেয়।

চার দশকেরও বেশি সময় ধরে রনিল বিক্রমসিংঘে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে মানুষের মন জয় করেন।