এবার ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধে নামতে চলেছে ইজরায়েল (Israel-Iran Conflict)। শুক্রবার ভোরে ইরানের পরমাণু ও মিসাইল ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইজরায়েল। তার ২৪ ঘন্টা কাটতে না কাটতে তেল আভিভে পাল্টা হামলা চালায় ইরান। এই হামলার জবাব আগামীদিনে বেঞ্জামিন নেতানিয়াহু কীভাবে দেয় এখন সেটাই দেখার। যদিও ইজরায়েলের হামলা নিয়ে বিশ্বের একাধিক দেশ সমালোচনা করছে। যদিও এই হামলা নিয়ে ইজরায়েল প্রশাসনের পাল্টা যুক্তি, যদি তাঁরা এই হামলা না চালাতো, তাহলে আগামী দিনে ইরান পারমাণবিক হামলা চালানোর চেষ্টা করত।

পারমাণবিক চুক্তি লঙ্ঘন করার অভিযোগ ইরানের বিরুদ্ধে

এই প্রসঙ্গে ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেছেন, পারমাণবিক প্রযুক্তি ৮০ বছরের বেশি সময় ধরে বিদ্যমাণ। ফলে এটি অর্জন করা কোনও কষ্টসাধ্য বিষয় নয়। আসল প্রশ্ন হচ্ছে, ইরান কি পারমাণবিক অস্ত্র না বানানোর প্রতিশ্রুতি ভঙ্গ করছে? আমরা জানতাম ওরা প্রতারণা করবে। গত সপ্তাহে তাঁরা বোর্ড অফ গভর্নস কর্তৃক পাশ করা একটি প্রস্তাব সহ আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা একাধিকবা্র সতর্ক করেছে যে পারমাণবিক অস্ত্র বিরোধ চুক্তি লঙ্ঘন করছে ইরান।

দেখুন রিউভেন আজারের বক্তব্য

আয়াতুল্লাহকে হুঁশিয়ারি ইজরায়েলের

রিউভেন আজার আরও বলেন, এভাবে চুক্তি লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র বানানোকে আমরা হুঁশিয়ারি হিসেবে দেখেছি। কারণ এটি ইজরায়েলের অস্তিত্বগত বিষয়। ইরানের আয়াতুল্লাহর মতো উগ্রবাদী, ধর্মান্ধ নেতার চোখরাঙানি আমরা সহ্য করব না। তাঁরা প্রতিনিয়ত ইজরায়েলকে ধ্বংস করার হুমকি দিচ্ছে, এই হুমকি আমরা গুরুত্ব সহকারে নিয়েছি।