মস্কো, ২১ সেপ্টেম্বর: ইউক্রেনে (Ukraine) সেনা অভিযানের শুরু থেকেই পশ্চিমী বিশ্বের সঙ্গে রাশিয়ার (Russia) সম্পর্ক ক্রমাগত খারাপ হতে শুরু করে। রাশিয়া যেভাবে ইউক্রেনে হানাদারি শুরু করেছে, তার জেরে ইউরোপ এবং আমেরিকার সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে মস্কোর। এবার পশ্চিমী বিশ্বকে ফের সংযত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, পশ্চিমী বিশ্ব নিজেদের অধিকারের সীমা লঙ্ঘন করেছে। রাশিয়াকে ভেঙে টুকরো করতে বিভিন্ন ধরনের পরিকল্পনা শুরু করেছে পশ্চিমী দেশগুলি। রাশিয়া কীভাবে নিজেকে সুসংহত থাকবে, সে বিষয়ে নিজেদেরই ভাবতে হবে। ফলে রুশ সেনায় বিবিন্ন ধরনের পরিবর্তন আনা হচ্ছে। রুশ সেনাকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে সমস্ত পরিকল্পনা করা হচ্ছে বলে জানান ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)।
আরও পড়ুন: Video: স্ত্রীর উপর রাগ করে বিদ্যুতের টাওয়ারে চড়ে বসলেন ব্যক্তি, দেখুন ভিডিয়ো
প্রসঙ্গত ইউক্রেনে হানাদারি চালানোর পর রাশিয়াকে অর্থনৈতিকভাবে নিষিদ্ধ করে ইউরোপের দেশগুলি। আমেরিকাও রাশিয়ার উপর নিষেধাজ্ঞা চাপায়। আর্থিকভাবে রাশিয়াকে দুর্বল করে বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা মস্কোর উপর চাপানোয় পুতিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় পশ্চিমের দেশগুলি। যা নিয়ে প্রায় গোটা বিশ্ব জুড়ে জোর তরজা শুরু হয়ে যায়।