ইসলামাবাদ, ৩ নভেম্বর: পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদে প্রচার করছিলেন ইমরান খান (Imran Khan)। সমর্থকদের নিয়ে ট্রাকে চেপে প্রচার করছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রচার চালানোর সময় আচমকা ইমরান খানকে লক্ষ্য করে গুলি ছুটে আসতে শুরু করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছুটে আসতে শুরু করে। দেখুন ঠিক সেই সময়ের ভিডিয়ো...
Footage of the firing. Assassination attempt on Imran Khan. pic.twitter.com/fmSgI2E8jc
— Ihtisham Ul Haq (@iihtishamm) November 3, 2022
ইমরান খানের মিছিল লক্ষ্য করে পরপর ২ বার গুলি চালায় দুষ্কৃতীরা। পায়ে গুলি লাগার পর সঙ্গে সঙ্গে ইমরান খানকে ট্রাক থেকে নামিয়ে বুলেট প্রুফ গাড়িতে ওঠানো হয়। তবে আহত হওয়ার পরও হার মানেননি ইমরান খান। জখম পা নিয়ে হাসপাতালে ভর্তির আগে সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়াতে দেখা যায় ইমরান খানকে।
Former #Pakistan prime minister Imran Khan has been shot in the leg in what his supporters say was an assassination attempt.
A gunman reportedly opened fire while Mr Khan was giving a speech to supporters at a rally in Wazirabad, @SkyNews
— Kennedy Wandera (@KennedyWandera_) November 3, 2022
যদিও কে বা কারা ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালায়, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে ইমরান কানের গুলি লাগার পর সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়ে যায়।