ইসলামাবাদ, ৩ নভেম্বর: পাকিস্তানের (Pakistan) পাঞ্জাব প্রদেশে মিছিলের সময় ইমরান খানকে (Imran Khan) লক্ষ্য করে গুলি চালানো হয়। হত্যার উদ্দেশ্যেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ওয়াজিরাবাদে হুড খোলা গাড়িতে চেপে প্রচার করছিলেন ইমরান খান। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ইমরান খানের পায়ে গুলি লাগে। তাঁর ২ সহযোগীও আহত হন। যাঁদের মধ্যে একজনের কানে গুলি লাগে। আহত হওয়ার পর ইমরান খানকে বুলেট প্রুফ গাড়িতে নিয়ে যাওয়া হয়। তবে গুলি লাগলেও আপাতত স্থিতীশীল ইমরান খানের শারীরিক অবস্থা। পিটিআইয়ের তরফে এমনই জানানো হয়। হত্যার উদ্দেশ্যেই ইমরান খানকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে দাবি পিটিআইয়ের।
আরও পড়ুন: Imran Khan: প্রকাশ্যে গুলি, আহত পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান
Omer Meyer has one gun shot wound in his leg. He is stable. Our pti worker Rashid has an injured hand and he is also stable. Faisal Javed had a close call with the bullet scratching his cheek He is also stable.
— Hammad Azhar (@Hammad_Azhar) November 3, 2022
বৃহস্পতিবার মিছিল চলাকালীন কীভাবে গুলি লাগে ইমরান খানের পায়ে, দেখুন সেই ভিডিয়ো...
Imran Khan was shot in the leg but was stable while being taken to hospital. He waived at supporters too. #عمران_خان_ہماری_ریڈ_لائن_ہے pic.twitter.com/XizoAQzPax
— PTI (@PTIofficial) November 3, 2022
এমনকী গুলি লাগার পর ইমরান খানকে নিয়ে হাসপাতালে য়াওয়ার সময়ও সমর্থকদের উদ্দেশ্যে হাসি মুখে হাত নাড়ান তিনি।