![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2020/10/rape-PTI-1-380x214.jpg)
টোকিও, ২০ জুলাই: জাপানের (Japan) টোকিও অলিম্পিকের স্টেডিয়ামের মধ্যে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল উজবেকিস্তানের এক নাগরিককে (Uzbek man)। ধৃতের নাম দাভরনবেক রাখমেতুউলেভ। যদিও গ্রেফতারির পর সমস্ত অভিযোগ অস্বীকার করেন উজবেকিস্তানের ওই নাগরিক।
জাপান টাইমসের খবর অনুযায়ী, গত শুক্রবার টোকিও অলিম্পিক (Olympic) স্টেডিয়ামের (Olympic Stadium) মধ্যে ওই মহিলাকে ধর্ষণের (Rape) অভিযোগ ওঠে। টোকিও মেট্রেপলিটন পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে অভিযোগ পেতেই অভিযুক্তকে গ্রেফতার করে। অলিম্পিক শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানের যে মহড়া চলছিল, সেই সময়ই ওই জাপানি মহিলাকে স্টেডিয়ামের মধ্যে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
আরও পড়ুন: Kareena Kapoor Khan: ধর্মীয় বিশ্বাসে আঘাতের অভিযোগ, ফের এফআইআর করিনার বিরুদ্ধে
প্রসঙ্গত আগামী শুক্রবার অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানের মহড়া চলাকালীনই ওই নক্ক্যারজনক ঘটনা ঘটে বলে খবর। যে খবর প্রকাশ্যে আসতেই জোর শোরগোল শুরু হয়েছে।