দিল্লি, ২৯ অক্টোবর: ভ্রমণ নির্দেশিকা (UK Travel Advisory) জারি করল ব্রিটেন (UK)। পরপর মোট ১৮টি দেশে যেতে নাগরিকদের নিষেধ করা হচ্ছে ব্রিটেনের সরকারের তরফে। যে দেশগুলির উপর ভ্রমণ নির্দেশিকা জারি করা হয়,সেই তালিকায় রয়েছে সাইপ্রাস, তুরস্ক, ইজিপ্ট, মরক্কো, তিউনিশিয়া, আলজেরিয়া, সংযুক্ত আরব আমীরশাহি, সৌদি আরব, কাতার, বাহরিন, ওমান, কুয়েত, প্যালেস্তাইনের (Palestine) যে অঞ্চলগুলি দখলদারদের কবজায় রয়েছে সেগুলি, ইজরায়েল (Israel), লিবিয়া, ইরান (Iran), লেবানন (Lebanon) এবং সিরিয়া (Syria)। ইজরায়েলের লেবাননে হামলা এবং ইরানের সঙ্গে যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্য উত্তপ্ত হতে শুরু করেছে। ফলে মধ্যপ্রাচ্যের কোথায়, কখন হামলা শুরু হবে, সে বিষয়ে কারও জানা নেই। সেই কারণে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলিতে যাতে ব্রিটেনের নাগরিকরা ভ্রমণে না যান, সেই কারণে জারি করা হয়েছে নির্দেশিকা।
আরও পড়ুন: Israel-Gaza গাজায় ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে শিশু, করুণ দৃষ্টিতে সাহায্যের আর্তনাদ খুদের
এরপর লেবানন থেকে হামাস জঙ্গিদের উৎখাতকরতে পরপর হানাদারি শুরু করে ইজরায়েল। যার জেরে মধ্যপ্রাচ্য ফের নতুন করে উত্তপ্ত হতে শুরু করে।
কখনও মিসাইল হামলা আবার কখনও লেবাননে প্রবেশ করে হেজবুল্লা জঙ্গিদের খতম করেছে ইজরায়েল। অন্যদিকে ইরান এবং হেজবুল্লা জঙ্গিরাও পালটা হামলা শুরু করেছে। সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি প্রায় অশান্ত। সেই কারণে নাগরিকদের সাবধান করা হয় ব্রিটেন সরকারের তরফে।