Ukrainian Drone Attack: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (President Vladimir Putin) এখন চিনে এসসিও সম্মেলনে (2025 Tianjin SCO Summit) ব্যস্ত। তারই মাঝে পুতিনের দেশের রাজধানীতে বড় আঘাত হানল ইউক্রেন। ক্রিমিয়ায় এক সফল ড্রোন অভিযানে রাশিয়ার দুটি Mi-8 হেলিকপ্টার ধ্বংস এবং একটি সামরিক টাগবোট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করল ইউক্রেন। এতে মস্কোর প্রায় ২০-৩০ মিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে অনুমান করা হচ্ছে। এর আগেও ইউক্রেন একাধিক যুদ্ধজাহাজে হামলা চালিয়ে রাশিয়ার ক্ষতি করেছে। সংবাদমাধ্যমে প্রকাশ, সিম্ফেরোপল থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে হভার্দিইস্কে এয়ারবেসে ইউক্রেনীয় ড্রোনের আঘাতে দুটি Mi-8 ট্রান্সপোর্ট হেলিকপ্টার ধ্বংস হয়।
কীভাবে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন
একই সময়ে সমন্বিত আক্রমণে সেভাস্তোপোল উপসাগরে রুশ সামরিক টাগবোট BUK-2190-এ হামলা চালানো হয়। এই নৌযানটি রাশিয়ার বিশেষ নৌবাহিনীকে সহায়তা করত। HUR-এর বিশেষ ইউনিট "ঘোস্টস" অত্যাধুনিক ড্রোন ব্যবহার করে হামলাটি চালায়। তাদের লক্ষ্য ক্রিমিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ধ্বংস করে ধাপে ধাপে এলাকা দুর্বল করা। টাগবোট ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবাহিনীর আধিপত্যে নতুন চ্যালেঞ্জ তৈরি হলো।
দেখুন কীভাবে রাশিয়ায় হামলা চালাল ইউক্রেন
🇺🇦🇷🇺 UKRAINE TAKES OUT $30M IN RUSSIAN GEAR
Ukrainian drones hit a Russian airbase in occupied Crimea, wiping out 2 Mi-8 helicopters and a tugboat near Simferopol.
Estimated damage? $20–30 million - gone in minutes.
Moscow’s “fortress Crimea” is starting to look more like a… https://t.co/5lD55tF02m pic.twitter.com/RcwTWl2D6c
— Mario Nawfal (@MarioNawfal) September 1, 2025
রুশ সেনাদের কী দাবি
তবে রুশ সেনাদের দাবি, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে। তবে ভিডিও ফুটেজ ও স্যাটেলাইট ছবি রাশিয়ার দাবির উল্টো কথাই বলছে।