Rishi Sunak (Photo Credit: Instagram)

প্যালস্তাইনপন্থীদের মিছিলে কেন পুলিশ লাঠি চালায়, এই প্রশ্ন করে বিপাকে পড়লেন ঋষি সুনকের মন্ত্রিসভার সদস্য সুয়েলা ব্র্যাভারম্যান। সুয়েলা কেন সরকারের অনুমতি ছাড়াই প্যালেস্তাইনপন্থীদের মিছিলে পুলিশের লাঠি চালানোর সমালোচনা করেন, তার জেরে ব্রিটেনের প্রধানমন্ত্রীর উপর সংশ্লিষ্ট মন্ত্রীকে বরখাস্ত করার দাবি উঠছে। ইজরায়েল এবং হামাসের যুদ্ধের মাঝে সুনকের স্বরাষ্ট্রমন্ত্রী কেন প্যালেস্তাইনপন্থীদের পক্ষ নিলেন, তা নিয়ে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। অনুমতি ব্যাতীত এবং কোনও নিয়ম না মেনে সুয়েলা কেন ওই ধরনের মন্তব্য করলে, তা নিয়ে প্নরশ্ন উঠছে। পাশাপাশি সুয়েলাকে বরখাস্ত করতে হবে বলেও উঠছে দাবি।

প্রসঙ্গত ইজরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধ শুরু হলে, তেল আভিভে যান ঋষি সুনক। ব্রিটেন সব সময় ইজরায়েলের পাশে থেকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করবে বলেও আশ্বাস দেন সুনক।