লন্ডন, ১০ এপ্রিল: আইসিসিইউ থেকে সরানো হল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে (Boris Johnson)। গত সোমবার থেকে মারণ ভাইরাস করোনার সঙ্গে লড়ছিলেন তিনি। এদিন তাঁর শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় আইসিসিইউ থেকে সেন্ট থমাস হাসপাতালের ওয়ার্ডে স্থানান্তর করা হল। যেখানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। রবিবার থেকে হাসপাতালে রয়েছেন বরিস জনসন। আর শেষ তিনদিন ছিলেন আইসিসিইউ-তে। খবর পেয়েই দ্রুত প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি বলেন, “এটা ভাল খবর যে ব্রিটেনের প্রধানমন্ত্রীকে আইসিসিইউ-থেকে স্থানান্তর করা হয়েছে। সুস্থ হয়ে উঠুন বরিস।” আরও পড়ুন-Donald Trump Thanks PM Modi কোভিড-১৯ মোকাবিলায় আপনার নেতৃত্ব মানবিকতার দিশারী, হাইড্রক্সিক্লোরোকুইন পেয়ে মোদি বন্দনায় ডোনাল্ড ট্রাম্প
Great News: Prime Minister Boris Johnson has just been moved out of Intensive Care. Get well Boris!!!
— Donald J. Trump (@realDonaldTrump) April 9, 2020
আগেই ডাউনিং স্ট্রিট থেকে জানানো হয়েছিল ধীরে ধীরে বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। যদিও প্রধান মন্ত্রীর অনুপস্থিতিতে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই। তবে অসুস্থ হওয়ার সঙ্গে সঙ্গেই বরিস জনসন বিদেশ সচিব ডোমিনিক রাবকে তাঁর হয়ে দেশের দেখভালের দায়িত্ব দিয়ে যান। গত ২৭ মার্চ জনসন নিজেই জানিয়েছিলেন যে তিনি কোভিড-১৯ পজিটিভ। তবে আইসোলেশনে থেকেই বছর ৫৫ প্রধানমন্ত্রী নিরন্তর কাজ করে যাচ্ছিলেন। কেননা সমগ্র ইউরোপে করোনাভাইরাস মহামারীর চেহারা নিয়েছিল। ১০ দিন পরেও উপসর্গ বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।