একের পর এক যুদ্ধ বন্ধ করে নিজেকে নোবেল শান্তি পুরস্কারের অন্যতম দাবিদার মানছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। আর সেই নিয়ে তাঁর ঘনিষ্ঠমহল তো দাবি তুলছেই, এমনকী নিজেও সেটা জাহির করতে একটুও পিছপা হচ্ছেন না। বৃহস্পতিবারও হোয়াইট হাউস থেকে তিনি দাবি করলেন, সাতটি যুদ্ধ তিনিই থামিয়েছেন। যার মধ্যে সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাত রয়েছে। তবে এবার তিনি দাবি করলেন অষ্টম যুদ্ধ অর্থাৎ রাশিয়া-ইউক্রেন সংঘাতও নাকি তাঁর মধ্যস্থতাতেই থামতে চলেছে।

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে বদ্ধ পরিকর ট্রাম্প

এদিন ট্রাম্প বলেন, “আমরা সাতটি যুদ্ধ অথবা সংঘাত ইতিমধ্যেই থামিয়েছি। এবার পালা অষ্টম যুদ্ধের। সেটাও খুব দ্রুত শেষ হতে চলেছে। আর এই অষ্টম যুদ্ধ রাশিয়া-ইউক্রেনের মধ্যে হচ্ছে। যা খুব দ্রুত শেষ হওয়ার পথে এগোচ্ছে। এই যুদ্ধের কারণে প্রতি সপ্তাহে কমপক্ষে ৭ হাজার মানুষ তাঁদের প্রাণ হারাচ্ছে। যা খুবই কষ্টের। এই যুদ্ধ কখনই হওয়ার ছিল না। অন্তত আমি রাষ্ট্রপতি থাকলে এটা কখনই হত না”।

দেখুন ট্রাম্পের বক্তব্য

ইজরায়েল-হামাসের শান্তিচুক্তি

ইজরায়েল-হামাসের মধ্যে শান্তিচুক্তি প্রথম দফায় রাজি দু’পক্ষই। ফলে দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ বন্ধ হতে চলেছে। তবে রাশিয়াকে বাগে আনতে বেশ বেগ পেতে হচ্ছে ট্রাম্পকে। এর আগে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকও হয়েছে ট্রাম্পের। তারপর থেকেই রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের ইতি ঘটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।