Russia-Ukraine War: যুদ্ধে 'স্বজন হারা' পুতিন, রাশিয়াকে পাল্টা দিচ্ছে ইউক্রেন
Vladimir Putin (Photo Credit: Twitter)

কিভ, ৫ মার্চ: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে এবার কাছের মানুষকে হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমর পুতিন (Vladimir Putin)। পুতিনের কাছের লোক, রাশিয়ার শীর্ষ জেনারেল আন্দ্রেই সুখোভেতস্কাই (Andrei Sukhovetsky) ইউক্রেনের প্রতিরোধে প্রাণ হারলেন। যদিও রাশিয়ার পক্ষ থেকে এই খবর এখনও স্বীকার করে নেওয়া হয়নি। কিভের অদূরে এক যুদ্ধক্ষেত্রে ইউক্রেন সেনার প্রতিরোধে আন্দ্রেই মারা যান বলে দাবি। গত ২৪ ঘণ্টায় দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইউক্রেন।

রাশিয়ার দখল  মুক্ত করে জাপোরিঝাঝিয়া পরমানু কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছেন ইউক্রেনের সেনারা। এটাই ইউক্রেনের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্রে। তবে সেখানকার দ্বিতীয়  এমন খবর শোনা যাচ্ছে। গত বৃহস্পতিবার ইউক্রেনের পরমানু কেন্দ্র রাশিয়ার দখলে যাওয়ার পর, তাতে আগুন লেগে যায়। পরমাণু বোমার বিস্ফোরণের ভয়ে পড়ে গোটা বিশ্ব। আরও পড়ুন: এবার যুদ্ধ ঘোষণা উত্তর কোরিয়ার!

ইউক্রেনে (Ukraine) রাশিয়ার (Russia) হামলা আজ, শনিবার দশম দিনে পড়ল। ইউক্রেনে রাশিয়ার হামলার পর সে দেশের একাধিক জায়গা যেন ভূতুড়ে শহরে পরিণত হতে শুরু করেছে। রাশিয়ার হামলার নবম দিনের শেষে দেখা যায় ইউক্রেনের একাধিক শহরের কোথাও বহুতল ভেঙে পড়ছে, তেমনি কোথাও প্রাণ হাতে করে নিয়ে মানুষকে পালাতে দেখা যাচ্ছে। ইউক্রেনের রাজধানী কিভ থেকে ২০ কিলোমিটার দূরে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। যার জেরে কয়েক হাজার মানুষের নিহত হওয়ার খবর মিলছে। আবার কখনও একের পর এক ইউক্রেনিয়ানের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে।