ফ্রান্সের ডিপ-সি আন্ডারওয়াটার রোবট নিখোঁজ টাইটানিক সাব রেকের কাছে পৌঁছেছে বলে খবর। ওসানগেটের যে সাবমেরিন ৫ পর্যটককে নিয়ে আটলান্টিকের গভীরে নিখোঁজ এখনও পর্যন্ত, তার খোঁজে একটি ফরাসি রোবট মহাসাগরের তলদেশে পৌঁছেছে বলে খবর। ফ্রান্সের ওই রোবট জাহাজে কোনও মানুষ নেই বলে জানা যাচ্ছে। ওসামগেটের সাবমেরিন টাইটেন ৫ পর্যটককে নিয়ে আটলান্টিকের তলদেশে প্রবেশ করার ২ ঘণ্টার মধ্যে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পাইলট জাহাজের।
রবিবার ২ ঘণ্টার মধ্যে টাইটানের সঙ্গে পাইলট জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে শুরু হয়েছে খোঁজ। কিন্তু এখনও পর্যন্ত টাইটানের খোঁজ মেলেনি। ফলে টাইটানের অক্সিজেন যখন একেবারে শেষের মুখে, সেই সময় ৫ পর্যটককে উদ্ধার করতে শেষ চেষ্টায় ফ্রান্সের রোবট জাহাজ। জানা যাচ্ছে, ওই ফরাসি রোবট জাহাজ আটলান্টিকে যেখানে টাইটানিকের ধ্বংসাবশেষ রয়েছে, তার প্রায় ২ কিলোমিটার দক্ষিণে পৌঁছেছে।