আটালান্টিকের ধ্বংসাবেশে খুঁজতে যাওয়া সাবমেরিন টাইটানে কি জীবিত রয়েছেন ৫ যাত্রী? এমন আশঙ্কায় কার্যত প্রহর গুনছে প্রায় গোটা বিশ্ব। ওসানগেট সংস্থার সাবমেরিন টাইটাইনের আকার ছিল একেবারে ছোট। পর্যটকবাহী এই সাবমেরিনে ৫ জনের বসার জায়গা করা হয়। সেই সঙ্গে ওই সাবমেরিনে রয়েছে একটি মাত্র শৌচাগার। বাইরে থেকে যাতে কোনওভাবে জল সাবমেরিনে প্রবেশ করতে না পারে, তার জন্য করা হয় বিশেষ ব্যবস্থা। তবে টানটাইনের জায়গা এতটাই ছোট যে সেখানে ৫ জনের বেশি কেউ প্রবেশ করতে পারবেন না। সিগারেটের মত লম্বা ছোট্ট সাবমেরিনে আর কয়েক ঘণ্টার অক্সিজেন রয়েছে।
ফলে বৃহস্পতিবার যদি ওই ৫ জনকে উদ্ধার করা না যায়, তাহলে আটলান্টিকের গভীরে প্রচণ্ড শীতে, দম আটকে ওই ৫ জনের মৃত্যু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
The sound from TITAN #OceanGate The five people stuck inside the Titanic submarine
Paul-Henry Nargeolet, 73
Stockton Rush, 61
Hamish Harding, 58
Shahzada Dawood, 48
Sulaiman Dawood, 19#TitanicRescue #titanicsubmarine #OceanGate #OceanGateExpeditions #submarinemissing pic.twitter.com/JftL3c6GU1
— Abdullah Attique (@abooodddiii) June 21, 2023
ওসানগেটের টাইটান নামে সাবমেরিন রবিবার সেন্ট জন্স থেকে যখন পর্যটকদের নিয়ে রওনা দেয়, তাতে ছিলেন সংস্থার সিইও স্টকসন রাশ। স্ককসনের পাশাপাশি ওই সাবমেরিনে রয়েছেন ৭৩-এর পল হেনরি। ৫৮-র হামিশ হার্ডিং, ৪৮-এর শাহজাদা দাউদ এবং ১৯ বছরের সুলেমান দাউদ।